TMC Trying to grab Syamnagar Hospital : শ্যামনগরে বিবেকানন্দ মিশন হাসপাতাল জবরদখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক
নিজস্ব প্রতিনিধি : শাসক তৃণমূল কংগ্রেসের নজর থেকে রেহাই মিলছে না হাসপাতালেরও। উত্তর ২৪ পরগনার শ্যামনগরে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল হাসপাতালকে নিজেদের দখলে আনতে এবার সক্রিয় হয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, এমন অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা শ্যামনগর এলাকা। বিশেষ কারণে হাসপাতালটি বন্ধ থাকার পর সেটি নিজেদের কব্জায় আনতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীদের হাসপাতালে ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে হাসপাতালটি স্থানীয় পঞ্চায়েত থেকে দায়িত্ব নেয় মিশন। দায়িত্ব নেওয়ার পর সুনামের সঙ্গে তারা চালাতে শুরু করে। আউটডোর থেকে প্রায় সমস্ত বিভাগেই নামী চিকিৎসকরা চিকিৎসা করতে থাকেন। কোভিডের সময় প্রচুর রোগীকে চিকিৎসার সুবাদে স্বীকৃতি পায় মিশন। কিন্তু আর্থিক তহবিলে সঙ্কট দেখা দেওয়ায় বছর দুয়েক আগে হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ বলে জানান মিশনের চেয়ারম্যান প্রসাদানন্দ মহারাজ। কিন্তু তার আগে থেকেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নজরে পড়ে হাসপাতালটি। তিনি নানাভাবে হাসপাতালটি...