Dating App Fraud: ডেটিং অ্যাপের ফাঁদ
নিজস্ব প্রতিনিধি : প্রযুক্তির দৌলতে আজকের দিনে মানুষের জীবনে বহু কাজ যেমন সহজ হয়ে উঠেছে , তেমনই দেখা দিয়েছে নানা সমস্যাও। প্রায়ই বড় রকমের প্রতারণার শিকার হতে হচ্ছে অনেককে ( Dating App Fraud) । নানা সুবিধে পাইয়ে দেওয়ার নামে সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন বহু মানুষ। আর ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে গুরুগ্রামের এক ব্যক্তি খোওয়ালেন দু লক্ষ টাকা। বাম্বল ডেটিং অ্যাপে এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গিয়ে তার ওই টাকা গায়েব হয়ে যায়। পরে জানা যায় তরুণীটি আসলে প্রতারক। সংবাদসংস্থার রিপোর্ট থেকে জানা গিয়েছে গত বৃহস্পতিবার এই প্রতারণাকাণ্ডে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শারীরিক হেনস্থার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে টাকা নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ডেটিং অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে তরুণীটির আলাপ হয়। তার এক সহকারীর সাহায্যে ওই ব্যক্তির কাছে দু লক্ষ টাকা দাবি করে। তবে তার আগেই বুধবার টাকা লেনদেনের সময় পুলিশ তরুণীর সঙ্গীকে হাতেনাতে পাকড়াও করে। এরপর ওই তরুণী ও তার সঙ্গীর বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। একই কায়দায় তারা পাঁচ জনক...