সিগারেট কীভাবে আপনার ক্ষতি করছে, জেনে নিন কারণগুলি
নিজস্ব প্রতিনিধি: সিগারেটে সুখটান কমিয়ে দিচ্ছে
আপনার জীবনের এগারো মিনিট। অন্যসব রোগের পাশাপাশি ডেকে আনছে ফুসফুসের
ক্যান্সারও৷ তবে এখানেই সিগারেটের মারণলীলা শেষ নয়, রয়েছে আছে ১০টিরও বেশি
মারাত্মক কারণ, যা জানলে আপনি বাধ্য হতে পারেন সিগারেট
ছাড়তে। সেই জন্য জেনে রাখুন সঞ্চিত রাখা অর্থ খরচ হয়ে যেতে পারে শুধু চিকিৎসায়,
করাতে হতে পারে কিডনি ট্রান্সপ্ল্যাণ্টও। ২. আপনার সিগারেট খাওয়া
ঘটাতে পারে শিশু, এমনকী পোষা জীবজন্তু বা পাখিরও ফুসফুসের
ক্যান্সার। সিগারেট খাওয়ার কারণে শেষ হয়ে যেতে পারে আপনার শরীরও। ছাইয়ের মতো ছাই
হয়ে যেতে পারে আপনার পোশাক ও চুল।
চিরদিনের মতো হারিয়ে যেতে পারে আপনার মুখের হাসি,
ফেরাতে ভরসা ডেন্টিস্ট , নেই কোনও নিশ্চয়তাও। হারিয়ে যেতে পারে যৌবন, বার্ধক্য কড়া নাড়তে পারে কম বয়সেই । হারিয়ে যেতে পারে চুলের সৌন্দর্য । স্ত্রী বা
প্রেমাস্পদকে চুমু খেতে বিঘ্ন, দেখা দিতে পারে অনীহা । ঘটতে পারে
নখের পারে সমস্যা। আপনার সিগারেট খাওয়া ধূমপান
ক্ষতি করতে পারে পরিবারের অন্য সদস্যদের, দায়ী থাকবেন আপনি। ঘনঘন
সিগারেট খেলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে দেখা
দিতে পারে সমস্যা৷ মুখ থেকে বেরিয়ে আসা শব্দ অন্যের বিরক্তির কারণ হতে পারে। নিজের
জীবন মূল্যবান, এটা ক্যান্সারও। নষ্ট হয়ে যেতে পারে জিভের
স্বাদ । সন্তানের জন্ম দিতে হতে মনে রেখে বিন্দাস হয়ে কাটান জীবন ৷

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন