Bjp Mp Criticises Supreme Court : দেশে ধর্মীয় অশান্তিতে ইন্ধন দিচ্ছে সুপ্রিম কোর্ট, বিস্ফোরক বিজেপি সাংসদ


 দি বেঙ্গলি নিউজরুম: দেশে ধর্মীয় অশান্তি, নৈরাজ্যে ইন্ধন জোগাচ্ছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বিস্ফোরক সমালোচনার পর তাঁর পথে হেঁটেই কামান দাগলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এর আগে ধনকড় রীতিমতো আক্রমণ শানিয়ে বলেছিলেন ১৪২ ধারা এখন পরমাণু ক্ষেপণাস্ত্র হিসেবে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে হামলা শুরু করেছে। তারপরই দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে বিজেপি সাংসদ মন্তব্য করেছেন দেশের শীর্ষ আদালত ধর্মীয় হানাহানিকে উস্কে দিচ্ছে এবং নৈরাজ্যকে ইন্ধন জোগাচ্ছে।

 এর প্রতিক্রিয়ায় কংগ্রেসের বক্তব্য, এভাবে দেশের সর্বোচ্চ আদালতকে দুর্বল করে তোলা হচ্ছে। সম্প্রতি বিল পাস নিয়ে তারা রাষ্ট্রপতি ও রাজ্যপালদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেই ধনকড় সমালোচনায় সরব হয়ে ওই মন্তব্য করেছিলেন। বিজেপি সাংসদ বলেন, কী করে সুপ্রিম কোর্ট অ্যাপয়ন্টিং অথরিটিকে এমন নির্দেশ দিতে পারে? প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। আর সংসদ দেশের আইন তৈরি করে থাকে। শীর্ষ আদালত কি সংসদকে নতুন আইনের ব্যাপারে নির্দেশ দিতে পারে, প্রশ্ন তুলেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ। কোন আইনে লেখা রয়েছে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আর এভাবেই নৈরাজ্যের সৃষ্টি করছে সুপ্রিম কোর্ট।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!