RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ব্যাঙ্ক নোট ছাপানোর প্রেস থেকে বিপুল সংখ্যক পাঁচশো টাকার নোটের হদিশ মেলেনি। সংবাদমাধ্যমে বেরোনো খবর ঠিক নয় বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক (RBI Clarifies On Missing Notes)। তথ্যাধিকার আইনের অধীনে করা (RTI) এক আবেদনের প্রেক্ষিতে ওই বিপুল সংখ্যক নোটের হদিশ না মেলার কথা জানানো হয়। সেখবর সংবাদ মাধ্যমে বেরোনোর পরেই ওই খবর নিয়ে শুরু হয় তোলপাড়। তারপরই খবরটি ঠিক নয় বলে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে তথ্যাধিকার আইনের অধীনে ব্যাঙ্ক নোট ছাপা নিয়ে ভুল খবর মিলেছে। সমস্ত নোটই পাওয়া গিয়েছে। তার হিসেবও রয়েছে।
শনিবার রাতে এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে কিছু সংবাদমাধ্যমে নোট ছাপার প্রেস থেকে বিপুল সংখ্যক নোটের হদিশ মেলেনি বলে যে খবর বেরিয়েছে, তা তাদের নজরে এসেছে। আরবিআই স্পষ্ট জানিয়েছে ওই খবর সঠিক নয়। বিবৃতিতে জানানো হয়েছে ওই খবরটি তথ্যাধিকার আইনের অধীনে ভুলভাবে ব্যাখ্যা ও তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। আরবিআই জানিয়েছে নোট ছাপার প্রেস থেকে ছাপা হওয়া সমস্ত নোটই তাদের কাছে সঠিকভাবে ফিরে এসেছে। বিবৃতিতে সই করেছেন রিজার্ভ ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার যোগেশ দয়াল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন