Abhisek Challenges Subhendu In Nandigram: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে পঞ্চাশ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ অভিষেকের

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: অপারেশন নন্দীগ্রাম (Operation Nandigram) সামনে বড় লড়াই। তার আগে সেই নন্দীগ্রাম নতুন করে উঠে এল বাংলার রাজনীতিতে।  একুশের বিধানসভা ভোটে এই নন্দীগ্রামেই বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হার স্বীকার করতে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিযেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Challenges Subhendu In Nandigram) । তাঁর চ্যালেঞ্জ এখানে ভোট হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলে বলে পঞ্চাশ হাজার ভোটে জিতবেন। নন্দীগ্রামে নবজোয়ার প্রচারে বিশাল জনসমাবেশে অভিষেকের অভিযোগ গণনার সময় লোডশেডিং করে কারচুপির মাধ্যমে জিতেছিলেন শুভেন্দু। নন্দীগ্রামে বিধানসভা ভোটের ফল মিথ্যে। এখানকার মানুষ জানেন আসল ঘটনা কী ঘটেছিল।


 যদিও অভিষেকের এই অভিযোগের প্রতিক্রিয়া এখনও শুভেন্দুর কাছ থেকে মেলেনি। নবজোয়ারের প্রচার কর্মসূচিতে অভিষেক যখন নন্দীগ্রামে সফর করছেন,ঠিক তখনই ঝাড়গ্রামের গড় শালবনিতে সফর করেন শুভেন্দু। গত সপ্তাহে সেখানেই অভিষেকের কনভয়ে হামলা হয়। ঘটনায় ধৃতদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা। শুভেন্দুর অভিযোগ, বাম ফ্রন্ট সরকারের মতো তৃণমূল কংগ্রেস সরকারও একই কায়দায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। বিনা বিচারে মানুষজনকে আটক করা হয়েছে। বাম আমলেও তিনি অত্যাচার থামিয়েছিলেন। এবারও তিনিই তা থামাবেন। ধৃতদের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি জানান এখানে গরিব মানুষদের অত্যাচার করা হচ্ছে। এটা চলতে পারে না। কুর্মি সম্প্রদায়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের লোকজন রয়েছেন।আদিবাসী ও কুর্মি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, এই নন্দীগ্রামে গত বিধানসভা ভোটে শুভেন্দু তথা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা। সবরা নজরে থাকা নন্দীগ্রামে জিতে যান শুভেন্দু। কলকাতা হাইকোর্টে বিজেপি নেতার জয়কে চ্যালেঞ্জ করে মামলা এখন চলছে। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই নন্দীগ্রাম নতুন করে উঠে এল আলোচনার কেন্দ্রবিন্দুতে।    

   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!