Man And Woman Pushed From Running Train: ছবি তোলায় প্রতিবাদ, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলা হল মহিলা ও পুরুষ যাত্রীকে!


 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ট্রেন থেকে ভিডিওয় ছবি তুলছিল তিন সহযাত্রী। তা মোটেই পছন্দ ছিল না এক যুবক ও তাঁর মহিলা আত্মীয়া (Man And Woman Travelling In Train)। এ নিয়ে চলন্ত ট্রেনে তিনজনের সঙ্গে বচসা বাধে দুজনের। তাদের বেদম মারধর করে ওই তিন সহযাত্রী। তারপরই ওই যুবক ও তাঁর মহিলা আত্মীয়াকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা (Man And Woman Pushed From Running Train)। দুজনে পাশের ট্রেনের লাইনে ছিটকে পড়েন। গুরুতর জখম হন দুজনে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বিলাউয়ায়। খবর পেয়ে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে জখম দুজন জানিয়েছে চলন্ত ট্রেনে তিন সহযাত্রী কম্পার্টমেন্টে ভিডিওয় ছবি তুলছিল। দুজনে প্রতিবাদ করায় তাদের মারধর করে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই তিন সহযাত্রী। বিষয়টি নিয়ে তদন্ত করছে রেলপুলিশ। এসপি জানিয়েছেন হামলাকারীদের খুঁজে বের করতে একটি টিম গড়া হয়েছে। পঁয়ত্রিশ বছরের ওই মহিলা ও তাঁর আত্মীয় ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁরা সুরাতে ট্রেনে করে যাচ্ছিলেন। সেসময় ঘটনাটি ঘটে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য দেখা যায়।     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!