Sangbedan Arranged Puppet Show : ফিরিয়ে দাও সবুজ, পথে নেমে পরিবেশ বাঁচানোর বার্তা সংবেদনের

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: একটি গাছ, একটি প্রাণ। প্রখর দহনে (Scorching Heat) জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে শহর। পিছিয়ে নেই গ্রামও। জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে সবার ওষ্ঠাগত প্রাণ। ঘন নীল আকাশে মেঘের দেখা নেই। বদলে প্রখর সূর্যের দাপট। মুনাফার প্রয়োজনে কোপ পড়েছে সবুজ প্রকৃতিতে। উধাও সবুজ। তার বদলে মুড়ি মুড়কির মতো গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গলরাজ। দহনে বিধ্বস্ত তথাকথিত সভ্যতাকে বার্তা দিতে সক্রিয় হল উত্তর কলকাতার সংবেদন সংগঠন (Sangbedan Arranged Puppet Show)। সামাজিক দায়বদ্ধতায় এই সংগঠনটি প্রথম থেকেই সবার নজর কেড়ে চলেছে। তারা বিশ্বাস করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা না হলে আগামী দিনে বিপদ অনিবার্য। সেই বোধ থেকেই এবার এক অভিনব পরিবেশ রক্ষার বার্তা দিতে এগিয়ে এল তারা।


রবিবার স্থানীয়দের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পঞ্চাশজন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া ও দৃষ্টিহীন কিশোর-কিশোরী নিয়ে একটি পাপেট পথনাটিকার আয়োজন করে। সেখানে চারা গাছ বিতরণ করা হয়। ফুলের গাছের চারা তুলে দেওয়া হয় কলকাতা পুলিশ ও শ্যামপুকুর থানার ভারপ্রাপ্ত ওসির হাতে। পথনাটিকার পাশাপাশি রোপণ করা হয় গাছ। মূকাভিনয় করে পরিবেশ রক্ষার প্রয়োজনীতা তুলে ধরা হয়। মূকাভিনয় পরিচালনা করেন সংবেদনের শিক্ষক মানিক দে। পুতুল নাচের পরিকল্পনায় ছিলেন বিশিষ্ট শিল্পী দিলীপ মণ্ডল। উপস্থিত ছিলেন সংবেদনের সভাপতি গোবিন্দ রায় এবং সংগঠনের প্রাণপুরুষ সমিত সাহা। ছিলেন আহ্বায়ক কল্যাণী মল্লিক। অংশ নেন বিশিষ্ট পরিবেশবিদ আশীষ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ঘটক। সামাজিক দায়বদ্ধতায় টানটান সংবেদনের এই অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।  

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!