Sangbedan Arranged Puppet Show : ফিরিয়ে দাও সবুজ, পথে নেমে পরিবেশ বাঁচানোর বার্তা সংবেদনের
রবিবার স্থানীয়দের
মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পঞ্চাশজন বিশেষ চাহিদা সম্পন্ন
পড়ুয়া ও দৃষ্টিহীন কিশোর-কিশোরী নিয়ে একটি পাপেট পথনাটিকার আয়োজন করে। সেখানে
চারা গাছ বিতরণ করা হয়। ফুলের গাছের চারা তুলে দেওয়া হয় কলকাতা পুলিশ ও শ্যামপুকুর
থানার ভারপ্রাপ্ত ওসির হাতে। পথনাটিকার পাশাপাশি রোপণ করা হয় গাছ। মূকাভিনয় করে
পরিবেশ রক্ষার প্রয়োজনীতা তুলে ধরা হয়। মূকাভিনয় পরিচালনা করেন সংবেদনের শিক্ষক মানিক
দে। পুতুল নাচের পরিকল্পনায় ছিলেন বিশিষ্ট শিল্পী দিলীপ মণ্ডল। উপস্থিত ছিলেন
সংবেদনের সভাপতি গোবিন্দ রায় এবং সংগঠনের প্রাণপুরুষ সমিত সাহা। ছিলেন আহ্বায়ক
কল্যাণী মল্লিক। অংশ নেন বিশিষ্ট পরিবেশবিদ আশীষ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ঘটক।
সামাজিক দায়বদ্ধতায় টানটান সংবেদনের এই অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া
ফেলে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন