Fashion Show Accident: ফ্যাশন শোয়ে রাম্পে হাঁটার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পিলার, মৃত তরুণী মডেল
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফ্যাশন শোয়ে (Fashion Show Accident) রাম্পে হাঁটছিলেন বছর চব্বিশের তরুণী মডেল। তার সঙ্গে রাম্পে হাঁটছিলেন আরেক পুরুষ মডেল। এমন সময়ে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চের লোহার পিলার (Iron Pillar)। লোহার পিলার ভেঙে গায়ে পড়ায় তৎক্ষণাৎ মৃত্যু হল তরুণী মডেলের। গুরুতর জখম পুরুষ মডেল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়ডার ফিল্ম সিটি এলাকার স্টুডিওয়। দুর্ঘটনার খবর পেয়ে স্টুডিয়োয় ছুটে যায় পুলিশ এবং জখম পুরুষ মডেলকে তড়িঘড়ি ভর্তি করে হাসপাতালে। মৃত চব্বিশ বছরের তরুণী মডেলের নাম বংশিকা চোপড়া। আহত পুরুষ মডেলের নাম ববি রাজ।
রবিবার ঘটনাটি ঘটে বেলা দেড়টা
নাগাদ। এই ঘটনার পর ফ্যাশন শোয়ের আয়োজকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে মঞ্চে আলোর স্তম্ভ বসানোর কাজ করা কর্মীকে। মৃত মহিলা ও জখম মডেলের
পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে। নয়ডার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার জানিনয়েছে,
ফিল্ম সিটির স্টুডিওয় ফ্যাশন শো চলাকালীন লোহার পিলার ভেঙে পড়ে ওই তরুণীর গায়ে
পড়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত মডেলের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি
নিয়ে তদন্ত করছে পুলিশ। তরুণী মডেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন