kerala : Mysterious Underground Loud Sound : মাটির নীচ থেকে রহস্যময় জোরালো শব্দ, আতঙ্ক কেরলের গ্রামে


 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ভোর তখনও হয়নি। পুবের আকাশে আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। কারোরই ঘুম তখনও ভাঙেনি। ঠিক সেইসময়ে শোনা গেল মাটির গভীর থেকে জোরালো শব্দ (Mysterious Loud Sound)। কীসের শব্দ তা বোঝার আগেই থেমে গেল শব্দটা। কিছুক্ষণ পর ফের শোনা গেল সেই রহস্যময় জোরালো শব্দ। কান ফাটানো শব্দে সবাই ভোরবেলাতেই বিছানা থেকে ধড়ফড় করে উঠে বোঝার চেষ্টা করলেন কোথা থেকে আসছে শব্দটা। কিন্তু কেউই বুঝে উঠতে পারলেন না রহস্যময় শব্দটার উৎস কি। কেরলের (Kerala) চেনাপ্পাডি গ্রামের মানুষকে চমকে দিয়ে একেবারেই থেমে যায় শব্দ। গ্রামবাসীরা জানিয়েছেন তাঁদের পাশের গ্রাম ও আরও কয়েক জায়গায় শোনা গিয়েছিল একই ধরণের রহস্যময় শব্দ। 

এমন রহস্যময় শব্দ নিয়ে শোরগোলের মধ্যেই কেরলের ডিপার্টমেন্ট অব মাইনিং অ্যান্ড জিওলজি জানিয়েছে রহস্যময় শব্দের উৎস জানতে শীঘ্রই অনুসন্ধান করা হবে। এ সপ্তাহের শুরুতে ভয়ঙ্কর শব্দকে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে মাইনিং ও জিওলিজি দফতর জানিয়েছে। যেখান থেকে মাটির নীচে শব্দ হচ্ছিল, সেটা আগেই পরীক্ষা করে দেখা হয়েছে। এদিন সেই একইরকম প্রচণ্ড শব্দ মাটির নীচ থেকে শোনা গিয়েছে। বিশেষজ্ঞরা শব্দের উৎস খুঁজে পেতে শীঘ্রই এলাকাটি পরীক্ষা করে দেখবেন। দফতরের আধিকারিকরা জানিয়েছেন একমাত্র বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে রহস্যময় শব্দের কারণ জানা সম্ভব হবে। সেন্টার ফর আর্থ সায়েন্স পরীক্ষা করে রহস্য ভেদ করবে। এ ব্যাপারে ইতিমধ্যেই সিইএসকে পরীক্ষা ও গবেষণা করে দেখার কথা বলা হয়েছে। পরীক্ষার পরেই জানা যাবে মাটির নীচ থেকে আসা রহস্যময় জোরালো শব্দের উৎস কি।  

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!