Bengali Assembly Election :অগ্নিগর্ভ হতে পারে ছাব্বিশের ভোট? কোন অস্ত্রে ঘায়েল হতে পারে শাসক দল?
দি বেঙ্গলি নিউজরুম: বছর পেরোলে বিধানসভা ভোট। ইতিমধ্যেই ভোটের অস্ত্রে শান দেওয়া শুরু করেছে সব রাজনৈতিক দলই। শাসক ময়দানে নেমেছে নিজের মতো করে। পাল্টা শাসকদলের বিরুদ্ধে রণকৌশল তৈরিতে একেবারে আদাজল খেয়ে নেমে পড়েছে বিরোধীরা। তারা দাবি তুলেছে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যেভাবেই হোক উৎখাত করতে হবে। এ ব্যাপারে পুরোভাগে রয়েছে বিজেপি। শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের একটার পর একটা অভিযোগ। শিক্ষকদের চাকরি চুরি থেকে নারী নির্যাতন, আরও সারি সারি অভিযোগ সামনে এনেছে তারা। তোলাবাজি থেকে মারাত্মক দুর্নীতি- শাসকের বিরুদ্ধে যুদ্ধের বার্তা দিতে একটি সুযোগও ছাড়তে রাজি নয় বিজেপি। পাশাপাশি আরজি কর কাণ্ড থেকে সাম্প্রতিকতম দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে প্রধান বিরোধী দল গেরুয়া শিবির। দুর্নীতি, মাত্রাছাড়া দুর্নীতির পাশাপাশি নারীদের নিরাপত্তাহীনতাকে জোরালো অস্ত্র হিসেবে তারা সামনে আনছে।শাসকদলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেলেঙ্কারি সামনে আনার পর তাদের ধারণা এতে শাসকদলের বিভিন্ন ভাতা,প্রকল্পের অস্ত্র কাজে লাগবে না। তৃণমূল কংগ্রেসের নেত্রীর ঘরের মেয়ের “ম্যাজিক” আগামী বিধানসভ...