Jamate-E-islami : বাংলাদেশের জামাতে এ ইসলামির আসল উদ্দেশ্য কি?
দি বেঙ্গলি নিউজরুম : বাংলাদেশের রাশ কোনও গণতান্ত্রিক দলের হাতে নয়। রাশ থাকুক মৌলবাদীদের হাতে। সেদেশকে পাকিস্তানের মতো ইসলামি রাষ্ট্র করা হোক। দেশে চালু হোক শরিয়ত আইন। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার পেছনে বারবার আঙুল উঠতে শুরু করেছে কট্টরপন্থীদের দিকে। আর এই কট্টরপন্থীদের পেছনে যে সংগঠন রয়েছে,সেই সংগঠনের নাম জামাত-এ-ইসলামি। প্রথমে সংগঠনটির নাম ছিল জামাত-ই-ইসলামি বাংলাদেশ। এটি সেদেশের বৃহত্তম ইসলামি রাজনৈতিক দল হিসেবে পরিচিত। এই মুহূর্তে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কান্তি দাসের গ্রেফতারের ঘটনায় হিংসার আগুনে রীতিমতো জ্বলছে প্রতিবেশি রাষ্ট্র। সংখ্যালঘু হিন্দু, অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে জামাত। তাদের লোকজনেরা হিন্দুদের ওপর হামলা, অগ্নিসংযোগ,মন্দিরগুলিতে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে তারা। আর এই কাজে তাদের দোসর খালেদা জিয়ার বিএনপি। এই দুই সংগঠনই চায় বাংলাদেশকে হিন্দু-তথা সংখ্যালঘু শূন্য করতে। এ জন্য রোজই তাদের ওপর চালানো হচ্ছে সন্ত্রাস, হামলা। এই সংগঠন একেবারে প্রথম থেকেই চায়নি পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি। শেখ মুজি...