Objectionable Comment By Bangladesh Leader :হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আপত্তিকর মন্তব্য বাংলাদেশের বিরোধী নেতার, কী বলেছিলেন তিনি?

 

দি বেঙ্গলি নিউজরুম: ইসকনের চিন্ময়কান্তির গ্রেফতারি ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ইতিমধ্যেই সেদেশের হিন্দুদের ওপর চলছে ক্রমাগত অত্যাচার। বাংলাদেশের মৌলবাদীদের আক্রমণের নিশানায় হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে মন্দির, ধর্মীয়স্থান। জামাতে ইসলাম, খালেদা জিয়ার বিএনপির উগ্র কর্মী-সমর্থকদের হামলায় ধূলিসাৎ হয়েছে মন্দির, উপাসনা গৃহ।

   হিন্দু বিদ্বেষের বীজ একেবারে শুরু থেকেই বপন করে এসেছে মৌলবাদী গোষ্ঠীগুলি। হাসিনা ক্ষমতায় থাকাকালীনই হিন্দুদের ধর্মের বই নিয়ে আপত্তিকর  মন্তব্য করে বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন সেদেশের বিরোধী দলনেতা তারিক রহমান। হিন্দু ধর্মগ্রন্থের কাহিনিকে পর্নোগ্রাফি বলে তুলনা করেছন বাংলাদেশের বিরোধী দল গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক। তাঁর দাবি ছিল হিন্দু ধর্মগ্রন্থগুলি কোনও নীতি শিক্ষা দেয় না। ওগুলি পর্নোগ্রাফির কাহিনি। গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক তারিখ বিরোধী দলনেতা নুরুল হক নূরের ঘনিষ্ঠ বলে পরিচিত। নুরুল হক হাসিনার কড়া সমালোচক ছিলেন। 

   
ফেসবুক লাইভে গণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিন্দু ধর্মগ্রন্থের কাহিনির সঙ্গে পর্নোগ্রাফির তুলনা করা পর হাসিনার আমলেই বাংলাদেশে হিন্দুদের দুর্দশার ছবি আবার সামনে চলে এসেছিল। তাঁর ফেসবুক লাইভে বক্তব্য পোস্ট হওয়ার পর সেটি ভাইরাল হয়ে যায়। বহু কট্টর মৌলবাদী সেটিকে ব্যাপকভাবে শেয়ার করেন। প্রসঙ্গত
,২০২১ সালে এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী জামাতে ইসলামির মদতপুষ্ট বলে জানা গিয়েছে। এই সংগঠনের অধিকাংশ সদস্যই তরুণ, অল্পবয়স্ক। আর এখন বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাসের নেতৃত্ব দিয়ে চলেছে তারাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!