Adhar Card For Street Dog: মালিকের খোঁজ পেতে কুকুরের গলায় আধার কার্ড
দি বেঙ্গলি নিউজরুম: আজকের দিনে প্রতিটি
ভারতীয়ের পরিচয়পত্র হল আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও কাজই সম্ভব নয়।
হাসপাতাল,স্কুল, অফিস, ব্যাঙ্ক থেকে সব জায়গাতেই এই কার্ড চাই। না হলে কোনওকাজই
সম্ভব নয়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড মাস্ট। এবার সেই আধার কার্ড
ব্যাজ পরে মুম্বই বিমানবন্দরের বাইরে ঘুরে বেড়ানো একদল পথ কুকুরের গলায় দেখা গেল। কিউআর কোডের মাধ্যমে ইউজারদের ডেটাবেসের বিবরণ
দেয়, যার মাধ্যমে কুকুর হারিয়ে গেলে বা অন্য কোনও জায়গায় চলে গেলে স্ক্যান করে সেসম্পর্কে
খোঁজ মিলবে।
যেমন কুকুরটির নাম,তাকে যে খেতে দেয় তার যোগাযোগ সম্পর্কে তথ্য,
কবে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা কবেই বা নির্বীজকরণ করা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের
ভেটেনেনারি হেলথ সার্ভিসের প্রধান ড.কলিম পাঠান জানান বিমানবন্দরের বাইরে থাকা
কুকুরদের কিউআর কোড দেওয়া প্রকল্পের পাইলট প্রোজেক্টের অঙ্গ। এখন দেখা হবে
ব্যাপারটা কীভাবে, কতদূর এগোয়। এই ধরণের পরিচয়পত্র যাঁরা কুকুরদের নিয়মিত খাওয়ান,
তাঁদের দেওয়া হয়েছে।
“প ফ্রেন্ড ইন” নামে
এক উদ্যাগের মাধ্যমে এর নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়ার ঋষভ প্রধান। কিউ আর কোড
হারিয়ে যাওয়া পথকুকুরদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার ব্যবস্থা করে
দেবে বলে জানিয়েছেন ঋষভ। এটি সেন্ট্রালাইজড ডেটাবেসের মাধ্যমে বৃহন্মুম্বই
পুরনিগমে পথকুকুরদের খোঁজ দেবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন