One Lakh Prize For Missing Pet Parrot :হারিয়ে যাওয়া পোষা টিয়ার খোঁজ দিলে নগদ এক লাখ!

 

দি বেঙ্গলি নিউজরুম: পোষা টিয়া পাখিকে ভীষণ ভালোবাসতেন বাড়ির সবাই। কিন্তু সেই টিয়া পাখি একদিন খাঁচা ছেড়ে উড়ে গেল, যার পরই বাড়ির সবাই রীতিমতো মুষড়ে পড়লেন। প্রিয় টিয়া পাখিকে খুঁজে পেতে চারদিক খোঁজাখুঁজি করেও তার হদিশ মিলল না। টিয়ার খোঁজ না পেয়ে খাওয়া দাওয়াই বন্ধ করে দিলেন বাড়ির লোকজনেরা। ভেঙে পড়া পরিবারের এহেন শোচনীয় অবস্থা দেখে বাড়ির কর্তা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন যিনি তাঁদের হারিয়ে যাওয়া পাখির খোঁজ এনে দিতে পারবেন, তাঁকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে (One Lakh Prize For Missing Pet Parrot)
। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এ মাসের দশ তারিখে বুলন্দশহরে। তবে এখনও পর্যন্ত টিয়ার খোঁজ পাওয়া গিয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও বিজ্ঞাপন দেখে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা শহর।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!