Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

 নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে গরিব পরিবারের মেয়েদের মোটা টাকায় বিক্রি করার অভিযোগ। রাজস্থানের জয়পুরের সুজানপুরা গ্রামের বাসিতে গায়ত্রী সর্ব সমাজ নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার এজেন্টরা গরিব পরিবারের কাছ থেকে তাদের বিবাহযোগ্যা মেয়েদের কিনে পাত্রী হিসেবে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি করতো বলে জানতে পেরেছে পুলিশ( Girls Trafficking Racket By NGO) । ওই সংগঠনটি লোক দেখানো গণবিবাহের আয়োজন করে কারবার চালাতো বলে তদন্তে জানা গিয়েছে। চক্রের লোকজনেরা বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে সেখানকার গরিব পরিবারের কাছ থেকে তাদের কিনতো। তারপর তাদের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের ডিরেক্টর গায়ত্রী বিশ্বকর্মার কাছে আড়াই লাখ টাকায় বিক্রি করা হতো বলে জানিয়েছে বাসি থানার পুলিশ। জানা গিয়েছে মেয়েদের গায়ের রং,উচ্চতা এবং বয়েস অনুযায়ী দাম ঠিক করা হতো। কিনে নেওয়া মেয়েদর বয়েস যাতে আঠেরোর বেশি হয়, সেজন্য ভুয়ো আধার কার্ড তৈরি করতেন ডিরেক্টর গায়ত্রী।

  এই চক্রের পর্দাফাঁস হয় গত রবিবার সেখান থেকে উত্তরপ্রদেশের একটি ষোল বছরের মেয়ে পালিয়ে আসার পর। পালিয়ে এসে সে পুলিশের কাছে সমস্ত কিছু জানায়। তার কাছ থেকে জানার পর ওই ফার্ম হাউসে হানা দিয়ে পুলিশ অভিযুক্ত গায়ত্রী দেবী, তাঁর সঙ্গী হনুমানকে হাতেনাতে ধরে ফেলে। ফার্ম হাউসে মেয়ে কিনতে আসা ভগবান দাস ও মহেন্দ্রকেও গ্রেফতার করে। গ্রামবাসীরা জানান তাঁরা ওই স্বেচ্ছাসেবী সংগঠন যে গরিব পরিবারের মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করতো, এটুকুই জানতেন। গ্রামের একেবারে প্রান্তে ফার্ম হাউসটি থাকায় এর বেশিকিছু জানতেন না। চার মাস আগে আরেকটি মেয়ে ফার্ম হাউস থেকে পালিয়ে তাদের চক্রটি সম্পর্কে জানানোর চেষ্টা করলেও ভাষার সমস্যায় গ্রামবাসীরা তার কথা বুঝতে পারেননি বলে জানা গিয়েছে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!