পোস্টগুলি

বিবিধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তাঁর হাত দেখে বৃদ্ধা জ্যোতিষী বলেছিলেন আয়ু বেশি নেই, তারপর ঘটল ভয়ঙ্কর ঘটনা..

ছবি
  বেঙ্গলি নিউজরুম-- হাত দেখে হস্তরেখা-বিদ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না। তারপর তাঁকে একটি চকোলেট খেতে দিয়েছিলেন। আর চকোলেটটি খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্রাজিলের সাতাশ বছরের ওই তরুণী ( Brazilian Woman Killed After Eating Chocolate) । গত আগস্টমাসে ফার্নান্ডেজ ভালোজ পিন্টো নামে তরুণীর মৃত্যুর এমন রহস্যময় ঘটনা ঘটে। মৃত তরুণীর আত্মীয় জানান চকোলেটটি খাওয়ার পর পিন্টো বমি করতে শুরু করে। চোখ ঝাপসা। কয়েকঘণ্টার মধ্যেই সবশেষ। মর্মান্তিক ঘটনাটি ঘটে ব্রাজিলের মেসিওর সিটি সেন্টার দিয়ে পিন্টোর হাঁটার সময়। মেসিওরকে ভবিষ্যৎ বক্তাদের মক্কা বলা হয়। তিনি যখন হেঁটে যাচ্ছিলেন,তখন এক বয়স্ক মহিলা তাঁকে থামান। তাঁর হাতের তালু দেখে ভবিষ্যৎবাণী করে বলেন এক সন্তানের মা পিন্টোর কয়েকদিন আয়ু রয়েছে। তারপরই উপহার হিসেবে একটি চকোলেট খেতে দেন তাকে। পিন্টোর আত্মীয় জানান কীভাবে চকোলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয়। প্যাক করার সময় কোনও কিছু ঘটেনি। বোঝা যায়নি সেটা খেলে কোনও বিপদ হতে পারে। পিন্টোর খুব খিদে পেয়েছিল। চকোলেটটি খাবে বলে ঠিক করে। সেটি খাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন তি...

TMC Trying to grab Syamnagar Hospital : শ্যামনগরে বিবেকানন্দ মিশন হাসপাতাল জবরদখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

ছবি
  নিজস্ব প্রতিনিধি : শাসক তৃণমূল কংগ্রেসের নজর থেকে রেহাই মিলছে না হাসপাতালেরও। উত্তর ২৪ পরগনার শ্যামনগরে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল হাসপাতালকে নিজেদের দখলে আনতে এবার সক্রিয় হয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, এমন অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা শ্যামনগর এলাকা। বিশেষ কারণে হাসপাতালটি বন্ধ থাকার পর সেটি নিজেদের কব্জায় আনতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীদের হাসপাতালে ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে হাসপাতালটি স্থানীয় পঞ্চায়েত থেকে দায়িত্ব নেয় মিশন। দায়িত্ব নেওয়ার পর সুনামের সঙ্গে তারা চালাতে শুরু করে। আউটডোর থেকে প্রায় সমস্ত বিভাগেই নামী চিকিৎসকরা চিকিৎসা করতে থাকেন। কোভিডের সময় প্রচুর রোগীকে চিকিৎসার সুবাদে স্বীকৃতি পায় মিশন। কিন্তু আর্থিক তহবিলে সঙ্কট দেখা দেওয়ায় বছর দুয়েক আগে হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ বলে জানান মিশনের চেয়ারম্যান প্রসাদানন্দ মহারাজ। কিন্তু তার আগে থেকেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নজরে পড়ে হাসপাতালটি। তিনি নানাভাবে হাসপাতালটি...

Use of Pain Killer : ব্যথা,যন্ত্রণা কমাতে মেয়েদের পেনকিলার ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

ছবি
  নিজস্ব প্রতিনিধি : ব্যথা,যন্ত্রণা উপশমের বদলে ক্ষতি হতে পারে শরীরের। মেয়েদের মাসিক চলাকালীন খিঁচুনির মতো শারীরিক সমস্যা ও রিউমাটোইড আর্থারাইটিস নিরাময়ে ব্যবহৃত মেফটাল পেনকিলারের ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া নিয়ে অভিযোগ উঠছিল অনেকদিন ধরেই। এনিয়ে পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ অনুসন্ধানের পর এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগিনীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছ দ্য ইন্ডিয়ান ফার্মাকোপোয়েসিয়া কমিশন। মেফেনামিক অ্যাসিড পেনকিলার রিউমাটোইড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস,ডাইসমেনোরোয়া, প্রদাহ, জ্বর ও দাঁতের যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে।      সতর্কবার্তায় কমিশন জানিয়েছে প্রাথমিক বিশ্লেষণে জানা গিয়েছে ওষুধ প্রয়োগে এওসিনোফিলিয়া ও সিস্টেমেটিক সিম্পটমস সিনড্রোমের প্রতিক্রিয়া মিলেছে। চিকিৎসক, রোগিনীদের ওষুধের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে কমিশন। রোগিনীরা যদি এ ধরণের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন,তাহলে তা ভালোভাবে নজরদারি করতে হবে। নভেম্বরের তিরিশ তারিখে জারি করা নোটিসে এই সতর্কবাণী দেওয়া হয়েছে। এ ধরণের বিরূপ প্রতিক্রিয়া যখন দেখা দেবে,তখন বিষয়টি ন্...

Marriage In The Sky: আকাশে উড়তে উড়তে মালাবদল বর-কনের, হাজির নিয়ন্ত্রিতরাও!

ছবি
  নিজস্ব প্রতিনিধি : সবার কাছেই বিয়েটা বিশেষ একটা ব্যাপার। জীবনে এমন মুহূর্ত একবারই আসে। যদিও কেউ কেউ দুবার বা তিন বার বিয়ের পিঁড়িতে বসেন। মালাবদল করেন। তবে অনেকে আবার জীবনের স্মরণীয় মূহুর্তকে মনের মণিকোঠায় রেখে দিতে এমন কিছু করেন , যা চেনা পরিচিতদের সারাজীবনে সেই স্মৃতি থেকে যায়। আর সেই বিয়েটা যেন বাকি সব বিয়ে থেকে অন্যরকম হয়। এমনই এক মহিলা মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে আকাশে বোয়িং ৭৪৭ বিমানকে বিয়ের আসর বানিয়ে মালা বদল করলেন জীবনসঙ্গীর সঙ্গে। মহিলার নাম বিধি পপলি ও বরের নাম হৃদেশ সাইনানি।      বিমানে তিনশো জনেরও বেশি অতিথি ধোপদুরস্ত পোশাক পরে সামিল হলেন সেই চমকে দেওয়া বিয়ের আসরে। বিমান উড়ে গেল দুবাই থেকে ওমান। দুবাইয়ের ব্রিউ নিউজ এ খবর জানিয়েছে। লালরঙের ফেরারিতে চড়ে টারম্যাকে বিয়ে করতে বর এসেছিল বরাত নিয়ে। বিমান দুবাইয়ের বেসরকারি টার্মিনাল জেটেক্স থেকে বর-বউ ও অতিথিদের নিয়ে উড়ে যায় ওমানে। তিন ঘণ্টার সফরে অতিথিদের সাত তারকা হোটেলের খাবার দেওয়া হয়েছিল। বিমানের আসনগুলো বিয়ের থিম মেনে বদল করা হয়েছিল এবং বিয়ের অনুষ্ঠান দেখতে প্রোজেক্টর বসানো হয়েছিল। ...

Toxic Tattoo: ট্যাটুর কালি থেকে হতে পারে মারাত্মক বিপদ!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : অনেককেই হাতে বা গায়ে ট্যাটু করে থাকেন। ক্রিকেটার থেকে শুরু করে অনেক সেলিব্রেটির হাতে বা শরীরের অনেক জায়গায় ট্যাটু দেখা যায় (Toxic  Tattoo) । এমনই এক আর্জেন্টিনার দম্পতিকে দেখা গিয়েছিল সারা গায়ে ট্যাটু করা, যা দেখে চমকে ওঠারই কথা। তবে কোনও কোনও ক্ষেত্রে ট্যাটু করালে তাতে ক্ষতির আশঙ্কা যথেষ্ট।      সাম্প্রতিক একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি নামে ব্রিটেনের একটি জার্নালে। সেই সমীক্ষা থেকে জানা গিয়েছে ট্যাটুতে যে কালি ব্যবহার করা হয়, সেই কালিতে যেসব উপাদান রয়েছে তা শরীর,ত্বকের ক্ষতি করতে পারে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জন সোয়ের্কের নেতৃত্বে সমীক্ষকরা যে সমীক্ষা চালিয়েছেন তাতে আমেরিকার নটি প্রধান ট্যাটুর কালির উপাদানগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে ৫৪টি নমুনার মধ্যে ৪৫টিতে অজানা অ্যাডেসিভের সন্ধান মিলেছে। যা স্বাস্থ্যের পক্ষে রীতিমতো ঝুঁকিপূর্ণ।  সমীক্ষায় একটি অ্যাডেসিভকে চিহ্নিত করা গিয়েছে। ওই অ্যাডেসিভের নাম পলিথিন গ্লাইসল,যা কোষ্ঠকাঠিন্য সামাল দিয়ে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এই খবর জানিয়েছে। কিন্তু ...

সিগারেট কীভাবে আপনার ক্ষতি করছে, জেনে নিন কারণগুলি

ছবি
নিজস্ব প্রতিনিধি : সিগারেটে  সুখটান কমিয়ে দিচ্ছে আপনার জীবনের এগারো মিনিট। অন্যসব রোগের পাশাপাশি ডেকে আনছে ফুসফুসের ক্যান্সারও৷ তবে এখানেই সিগারেটের মারণলীলা শেষ নয় , রয়েছে আছে ১০টিরও বেশি মারাত্মক কারণ , যা জানলে আপনি বাধ্য হতে পারেন সিগারেট ছাড়তে। সেই জন্য জেনে রাখুন সঞ্চিত রাখা অর্থ খরচ হয়ে যেতে পারে শুধু চিকিৎসায় , করাতে হতে পারে কিডনি ট্রান্সপ্ল্যাণ্টও। ২. আপনার সিগারেট খাওয়া ঘটাতে পারে শিশু , এমনকী পোষা জীবজন্তু বা পাখিরও ফুসফুসের ক্যান্সার। সিগারেট খাওয়ার কারণে শেষ হয়ে যেতে পারে আপনার শরীরও। ছাইয়ের মতো ছাই হয়ে যেতে পারে আপনার পোশাক ও চুল।    চিরদিনের মতো হারিয়ে যেতে পারে আপনার মুখের হাসি , ফেরাতে ভরসা ডেন্টিস্ট , নেই কোনও নিশ্চয়তাও।   হারিয়ে যেতে পারে যৌবন , বার্ধক্য কড়া নাড়তে পারে কম বয়সেই । হারিয়ে যেতে পারে চুলের সৌন্দর্য । স্ত্রী বা প্রেমাস্পদকে চুমু খেতে বিঘ্ন , দেখা দিতে পারে অনীহা । ঘটতে পারে নখের পারে সমস্যা।   আপনার সিগারেট খাওয়া ধূমপান ক্ষতি করতে পারে পরিবারের অন্য সদস্যদের , দায়ী থাকবেন আপনি। ঘনঘন সিগারেট খেলে   নিঃশ্বাস প্রশ্বাস নিতে ...

Geeta Panchali-Sacred Hindu Book : গীতা পাঁচালি লিখে এবারের বইমেলায় চমক পরিচালক সন্দীপ ঘোষালের

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : কথায় বলে যিনি রান্না করেন, তিনি আবার চুলও বাঁধেন। বহু চর্চিত কথাটা যে বর্ণে বর্ণে সত্যি,এবারের বইমেলায় তা প্রমাণ করে দিয়েছেন চলচ্চিত্র পরিচালক সন্দীপ ঘোষাল। যাঁর “ আলোর ফুলকি ” স্বপ্ন দৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই তাঁর ক্যারিশমা ছত্রে ছত্রে প্রমাণ করে দিয়েছেন তিনি। মিলেছে জাতীয়, আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার। ছবি তৈরির পাশাপাশি গীতার মতো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থের প্রতিটি শব্দপুঞ্জকে পাঁচালির মতো করে লিখে এক মলাটে রেখেছেন, যা রীতিমতো বিস্ময়কর তো বটেই, সেইসঙ্গে কুর্নিশযোগ্য। এবং আশ্চর্যের কথা, একেবারে আগাগোড়া একবিন্দুও নষ্ট হয়নি আবহমানের বিরল মাধুর্য।    আবহমানের এই পবিত্র ধর্মগ্রন্থের আঠেরোটি অধ্যায়ের অসামান্য অনুবাদ করেছেন সন্দীপ। সোফেনেয়রা, ম্যাক্সমুলার, ঋষি অরবিন্দ,শঙ্করাচার্য। কিন্তু লেখা সাধারণের বোধগম্যের বাইরে থাকায় সেভাবে তা সঞ্চারিত হয়নি সর্বত্র। কিন্তু গীতা পাঁচালির রচয়িতা প্রাঞ্জলভাবে গীতার সারমর্মকে নিখুঁতভাবে উপলব্ধি করে তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। মূল্যবান বইটি প্রকাশ করেছেন দেব সাহিত্য কুটির। পাওয়া যাচ্ছে দেবসা...

Safety of Bank Locker : আপনার সম্পদ ব্যাঙ্কের লকারে কতটা সুরক্ষিত? কোন পরিস্থিতিতে মিলবে না ক্ষতিপূরণ?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম  : বাড়িতে না রেখে সোনা,রূপো, নগদ টাকা সুরক্ষিত রাখতে ভারতের লক্ষ লক্ষ মানুষ সেগুলো ব্যাঙ্কের লকারেই রেখে থাকেন, যাতে তা নিরাপদে থাকে। ব্যাঙ্কের ভল্টগুলি তৈরি করা হয়ে উচ্চ মাত্রায় নিরাপদ ধাতু দিয়ে যাতে মূল্যবান জিনিসগুলি উপযুক্ত নিরাপত্তায় রেখে দেওয়া সম্ভব হয় (Bank locker Safety)। গ্রাহকেরাও শান্তিতে ঘুমোন সোনাদানা,টাকা পয়সা নিরাপদে আছে বলে। তবে চুরি, আগুন, বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের মূল্যবান জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদি কোনও গ্রাহকের মূল্যবান জিনিসগুলি ব্যাঙ্ক লকারে রাখার পর বন্যা , ভূমিকম্প, চুরি, দাঙ্গা, সন্ত্রাস হামলা বা গ্রাহকের অবহেলায় নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, সবাই আশা করেন এই ক্ষতি ব্যাঙ্কগুলিই পূরণ করবে। তারাই দায়িত্ব নেবে। কিন্তু ঘটনা তা নয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানাচ্ছে লকারে রাখা মূল্যবান সোনারূপো,টাকা পয়সার ব্যাপারে ব্যাঙ্ক কোনওভাবেই দায়ী থাকবে না। তবে আগুন, চুরি,ডাকাতি, ব্যাঙ্ক ভবনে ধস, বা ব্যাঙ্কের কোনও কর্মীর প্রতারণামূলক কাজকর্মে ব্যাঙ্কের দায়বদ্ধতা কেবল লকারের সারাবছরের ভাড়া একশো গুণের সমান ক্ষতিপূরণ হবে। ক...

Wolf Spider Of Peru : পেরুর উলফ স্পাইডার, জানেন কি এর কামড় কতটা ভয়ঙ্কর!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ছোট্ট একরত্তি মশা,মাকড়শা, পোকার ক্ষমতা কত, সে সম্পর্কে অনেকেরই কমবেশি জানা । অনে কের হয়তো মনে থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়ান টাইগার নামে ছোট্ট এক মশার কামড়ে চোদ্দদিন কোমায় আক্রান্ত হয়েছিল এক তরুণ। এতেই ক্ষান্ত হয়নি দুর্ভাগ। তিরিশটি অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। সারা শরীরে পচন ধরে যায় তার। তবে শেষপর্যন্ত প্রাণে বেঁচে যায় তরুণটি। এবারের ঘটনাটি ব্রিটেনের। সেখানকার কলিন ব্লেক নামে এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে ফ্রান্সের মার্সেলেতে জাহাজে চেপে বেড়াতে গিয়েছিলেন। জাহাজে   হঠাৎ তিনি লক্ষ করেন তাঁর পায়ের পাতা ফুলে গিয়েছে। ঘটনাটির গুরুত্ব বুঝতে পেরে জাহাজের চিকিৎসককে বিষয়টি দেখান। পরীক্ষা করে চিকিৎসক জানান পেরুর উলফ স্পাইডার তাঁকে কামড়েছিল (Wolf Spider Of Peru)   এবং পায়ের পাতায় ডিম পেড়েছিল। সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন ব্লেক। ওষুধ খেয়ে বিষাক্ত মাকড়শার বিষ থেকে মুক্তি পান তিনি। মালবাহী জাহাজগুলির মাধ্যমে এসে ফ্রান্সে উলফ স্পাইডরেরা আস্তানা গেড়েছে।     ক্রামলিনটনের বাসিন্দা ব্লেক যখন স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন,ত...

Biting Cold and Drinks : কনকনে ঠান্ডায় শরীর গরম রাখতে এই পানীয় খেতে পারেন

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   ঠান্ডায় সবাই একটু উষ্ণতার খোঁজ করবেন, এ আর নতুন কি। কখনও গরম চা বা কফি খেয়ে, মোটা সোয়েটার, জ্যাকেট শরীরের জড়িয়ে শীত উপভোগ করার অভ্যেস অনেকেরই আছে। কারণ বছরের প্রায় দুটো মাস শীতে (Cold) কেউ কেউ সহজেই কাবু হয়ে যান। তা-ও আপনাদের উত্তরভারতে কপাল জোরে যেতে হচ্ছে না। গেলে ভালোভাবে মালুম পেতেন ঠান্ডা কাকে বলে। খবরের কাগজ, টিভি বা সোশ্যাল মিডিয়ায় উত্তর ভারতের শীতে কাহিল (Biting Cold In North India) হওয়ার ছবি নিশ্চয়ই দেখেছেন। এই বাংলায় সেরকম শীত না হলেও যা আছে, সেটাও কম নয়। কলকাতাতেও বেশ কয়েকদিন সে চুটিয়ে ব্যাটিং করে।     তবে শীত উপভোগ (To Enjoy Winter) করতে গেলে মাঝেসাঝে শরীরটাকে উষ্ণ করাও দরকার। অনেকেরই আবার শীতটা বেশি। তা শীতে শরীরটাকে ( Hot Beverages In Winter) একটু গরম রাখতে গেলে নীচের পাঁচটি টিপস পরখ করে দেখতে পারেন। যেমন কফি বা কাশ্মীরি চা। কাশ্মীরি চা হল কাশ্মীরি সবুজ পাতা চা ফুটন্ত জলে ফেলে ভালো করে ফুটিয়ে নিন। তাতে ভাঙা বাদাম,কেশর,কাহোয়া মিশিয়ে দিন। এই মশলা মেশানো চা যেমন আপনাকে ভর শীতে চাঙ্গা করে তুলবে, তেমন নতুন ধরণে...

Prostitute Villages: ভারতের এই গ্রামগুলিতে মেয়েরা জন্মেই পতিতা!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বাকি বিশ্বের সঙ্গে সমানে পাল্লা দিতে ভারত যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এ দেশে এখনও এমন কিছু বাস্তব ঘটনা রয়েছে যা আমাদের লজ্জায় মাথা নুইয়ে দেয়। যেমন গুজরাত। ইতিমধ্যেই সমৃদ্ধ রাজ্য হিসেবে নিজেদের তুলে ধরেছে তারা। সেই রাজ্যের গ্রামেই রয়েছে এমন এক ঘটনা, যা এক নিমেষে সব কিছুকে লজ্জায় মাটিতে মিশিয়ে দেয়। গুজরাতের ওয়াদিয়া গ্রাম ( Wadia Village Of Gujarat) । এই গ্রামে প্রাচীন কাল থেকে মহিলারা পতিতাবৃত্তি (All Women Earn Money For Family By Prostitute Profession) করে সংসারের ভরণ পোষণ করে আসছে। মেয়েরা যখন পতিতাবৃত্তি করে সংসারের ভরণপোষণ করে চলেছে,তখন পরিবারের পুরুষেরা সেখানে মধুর খোঁজে আসা লোকজনদের পতিতা জোগাড় করে দিতে দালালের কাজ করে রোজগার করে থাকে। শতকের পর শতক ধরে এই রীতি চলে আসছে। এ গ্রামের সবাই মহিলারাই এই পেশায় যুক্ত। তবে নানাভাবে এই আদিম পেশা বন্ধ করার চেষ্টা করা হয়েছে। মেয়েদের মধ্যে শিক্ষা, গণ বিবাহের ব্যবস্থা করে এই প্রথা বন্ধ করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। মধ্যপ্রদেশের (Village Of Madhya Pradesh) গ্রামেও রয়েছে এরকমই এক প্রথা। এখানকার গ্রা...

One Lakh Prize For Missing Pet Parrot :হারিয়ে যাওয়া পোষা টিয়ার খোঁজ দিলে নগদ এক লাখ!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : পোষা টিয়া পাখিকে ভীষণ ভালোবাসতেন বাড়ির সবাই। কিন্তু সেই টিয়া পাখি একদিন খাঁচা ছেড়ে উড়ে গেল, যার পরই বাড়ির সবাই রীতিমতো মুষড়ে পড়লেন। প্রিয় টিয়া পাখিকে খুঁজে পেতে চারদিক খোঁজাখুঁজি করেও তার হদিশ মিলল না। টিয়ার খোঁজ না পেয়ে খাওয়া দাওয়াই বন্ধ করে দিলেন বাড়ির লোকজনেরা। ভেঙে পড়া পরিবারের এহেন শোচনীয় অবস্থা দেখে বাড়ির কর্তা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন যিনি তাঁদের হারিয়ে যাওয়া পাখির খোঁজ এনে দিতে পারবেন, তাঁকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে (One Lakh Prize For Missing Pet Parrot) । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এ মাসের দশ তারিখে বুলন্দশহরে। তবে এখনও পর্যন্ত টিয়ার খোঁজ পাওয়া গিয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও বিজ্ঞাপন দেখে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা শহর।  

Adhar Card For Street Dog: মালিকের খোঁজ পেতে কুকুরের গলায় আধার কার্ড

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: আজকের দিনে প্রতিটি ভারতীয়ের পরিচয়পত্র হল আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও কাজই সম্ভব নয়। হাসপাতাল,স্কুল, অফিস, ব্যাঙ্ক থেকে সব জায়গাতেই এই কার্ড চাই। না হলে কোনওকাজই সম্ভব নয়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড মাস্ট। এবার সেই আধার কার্ড ব্যাজ পরে মুম্বই বিমানবন্দরের বাইরে ঘুরে বেড়ানো একদল পথ কুকুরের গলায় দেখা গেল ।  কিউআর কোডের মাধ্যমে ইউজারদের ডেটাবেসের বিবরণ দেয়, যার মাধ্যমে কুকুর হারিয়ে গেলে বা অন্য কোনও জায়গায় চলে গেলে স্ক্যান করে সেসম্পর্কে খোঁজ মিলবে।    যেমন কুকুরটির নাম,তাকে যে খেতে দেয় তার যোগাযোগ সম্পর্কে তথ্য, কবে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা কবেই বা নির্বীজকরণ করা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের ভেটেনেনারি হেলথ সার্ভিসের প্রধান ড.কলিম পাঠান জানান বিমানবন্দরের বাইরে থাকা কুকুরদের কিউআর কোড দেওয়া প্রকল্পের পাইলট প্রোজেক্টের অঙ্গ। এখন দেখা হবে ব্যাপারটা কীভাবে, কতদূর এগোয়। এই ধরণের পরিচয়পত্র যাঁরা কুকুরদের নিয়মিত খাওয়ান, তাঁদের দেওয়া হয়েছে।   “ প ফ্রেন্ড ইন ” নামে এক উদ্যাগের মাধ্যমে এর নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়ার...

Hundred Years Old Married Same Age Woman: পাত্রের বয়েস একশো, পাত্রীর একশো দু বছর!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বিয়ে করে গিনেস ওয়ার্ড রেকর্ডে নাম তুললেন ফিলাডেলফিয়ার এক দম্পতি। ভালোবাসায় বয়েস কোনও বাধা নয়। কথাটা যে সত্যি মাঝেমধ্যেই আমরা প্রমাণ পাই। মানুষ কোনও নারীকে ভালোবেসে বিয়ে করে, ভালোবাসার পাত্রীর বয়েসের বিচার না করেই। নাীর ক্ষেত্রেও তাই। যাটের প্রৌঢ়কে ভালোবেসে গলায় মালা পরিয়েছেন অষ্টাদশী। কিংবা ষাট বছরের মহিলা সাত পাকে বাঁধা পড়েছেন যুবকের। এমন খবর শুনে আমরা খুব একটা চমকাই না। কিন্তু যদি বলা হয় পাত্রের বয়েস একশো, আর পাত্রীর বয়েস একশো দু বছর... জানলে আপনি কেন, সবারই চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু ফিলাডেলফিয়ার একশো বছরের বার্নি লিটম্যান এ বছরের শুরুতে বিয়ে করেছেন একশো দু বছরের মারজোরি ফিটারম্যানকে। দুজনের বয়েসকে যদি একসঙ্গে জোড়া যায়, তাহলে সংখ্যাটা হবে দুশো দুবছর দুশো একাত্তর দিন। তাঁদের এই বয়েসের স্বীকৃতি দিয়ে গিনেস বুকে জায়গা দেওয়া হয়েছে।  তাঁদের এই ভালোবাসার শুরু হয়েছিল ন বছর আগে। ফিলাডেলফিয়ায় তাঁরা সিনিয়র লিভিং ফেসিলিটিতে থাকার সময়ই প্রেমের শুরু হয়। তাঁদের বাসস্থানের কস্টিউম পার্টিতে দুজন দুজনকে দেখে প্রেমে পড়েন। লিটম্যানের সঙ্গে ফিটার...

Man Quits Job Of One Crore : ভাল্লাগছে না, এক কথায় এক কোটির চাকরি ছেড়ে দিলেন যুবক!

ছবি
                             দি বেঙ্গলি নিউজরুম : খবরটা শুনলে যে কোনও মানুষের চোখ ছানাবড়া হতে বাধ্য। নিশ্চয় ভাববেন নির্ঘাত মাথা খারাপ হয়েছে মানুষটার। কিন্তু যাই ভাবুন না কেন এই ঘটনাকে অবিশ্বাস্য মনে হলেও একশোয় একশোভাগ সত্যি। বরুণ হাসিজা নামে বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ, যাঁর সারা বছরের বেতনের অঙ্ক এক কোটি টাকা, তিনি অন্য কোনও জায়গা থেকে চাকরি না পেয়েও চাকরি ছেড়ে দিলেন (Man Quits Job Of One Crore) । শান্তি, সুখ পেতে নিজের জীবনকে এক কোটি টাকা বেতনের নাগপাশে বেঁধে রাখতে চান না। কোটিপতি চাকুরে বরুণ তাঁর এক্স হ্যান্ডেলে নিজের মনের কথা খোলাখুলি জানিয়েছেন। বেঙ্গালুরুর এই আশ্চর্য চাকুরে কোথায় কাজ করতে হবে, তার একটা রূপরেখার ইঙ্গিত দিয়েছেন । এক –এমন কাজ যা আনন্দ আনে। দ্বিতীয়—যে কাজের বাস্তব মূল্য রয়েছে। তৃতীয়- সংস্থার বিকাশ ও যিনি চাকরি করবেন, তাঁর সম্পদ বৃদ্ধি ।      দুর্ভাগ্যজনক ঘটনা হল, তিনি যে সংস্থায় শেষবার চাকরি করেছেন, তাতে চাকরি করে কাঙ্ক্ষিত সুখ পাননি। নিজের অতৃপ্তির কথা জানিয়েছেন বরুণ...

Digital Arrest : আপনি কি ডিজিটাল অ্যারেস্টের শিকার হতে পারেন? কীভাবে আটকাবেন এই প্রতারণা,,,,

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : আচমকাই বেজে উঠতে পারে আপনার ফোন। অচেনা ফোনের নম্বর থেকে ভিডিও কলে ওপার থেকে কড়া গলায় বলে উঠবে, আমি মুম্বই পুলিশ থেকে বলছি। আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আপনি বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এ কারণে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। আপনার বেআইনি কাজের  তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিও কলে দেখা যাচ্ছে একজন পুলিশ ওপারে বসে আছেন। তিনি একটি নাম বলবেন এবং জানাবেন তিনি মুম্বই ক্রাইম ব্রাঞ্চ আছে ন।    ভিডিওকলে থানার ভেতর যেমন থাকে, তেমনই রয়েছে। এমনকী পুলিশের লোগোও ব্যবহার করা হয়েছে। একেবারে নিঁখুত সবকিছু যা দেখে অবিশ্বাস করার কিছু নেই। ওই পুলিশের পাশে থাকা সিবিআই অফিসারকেও দেখা যায়। তিনিও ভারিক্কী গলায় বলে উঠবেন দেখুন আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অতি গুরুতর। মুম্বই পুলিশ আপনাকে গ্রেফতার করতে আসছে আপনার বাড়িতে। আপনাকে কেস মেটাতে গেলে কিছু টাকা আরটিজিএস করে টাকা পাঠাতে হবে। সিবিআই অফিসার তাঁর কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে আধার কার্ড, প্যান কার্ডের বিস্তারিত বিবরণ চাইবেন। টাকা পাঠানোর জন্য রীতিমতো চাপ দেওয়...

How To Make Noodles: কীভাবে নুডলস তৈরি হয় জানলে চমকে উঠবেনই!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: ব্যস্ত সময়ে ( Busy Time) চটজলদি খাওয়ার জন্য নুডুলসের কোনও বিকল্প নেই। শুধু বড়রা কেন , ছোটদের কাছে এই খাবারের কোনও বিকল্প নেই। খিদের সময় এক প্লেট গরম গরম নুডলস পেলে আর কী চাই! বাড়ি , স্কুল কলেজ বা অফিস কিংবা কোথাও বেড়াতে গেলে এক প্লেট গরম গরম ধোঁয়া ওঠা নুডলস পেলে আর কিছু চাই না। খেতে যেমন মুখরোচক , তেমনই খাবার হিসেবে উপাদেয়ও বটে। সময় নেই , বাড়িতে দু মিনিটেই বানিয়ে নেওয়া যায় এই খাবার। রাস্তার স্টলে বা রেস্তোরাঁয় বাড়ির লোক বা বন্ধুদের সঙ্গেও চুটিয়ে খাওয়া চলে। এবং আকছারও তা খাওয়া হয়। সত্যি বলুন তো , গরম গরম নুডুলস পেলে কিছু চাই নাকি! তবে কীভাবে সবার প্রিয় খাবার নুডলস তৈরি করা হয় , সে ব্যাপারে নুডলস খাওয়ার ব্যাপারে দু বার ভাবতে হবে ( How To Make Noodles) ।     বিশেষ করে ভিডিওয় সেই নুডলস তৈরি করা দেখে মনে হতেই পারে , ছিঃ , এই ভাবে আমার-আপনার প্রিয় নুডলস তৈরি হয়! ওমা। এসব কেউ খায় নাকি! ভিডিওয় দেখা গিয়েছে নুডলস কারখানার কর্মীরা স্বাস্থ্যবিধি না মেনে ( Workers Do not Maintain Hygiene) দায়সারাভাবে নুডলস তৈরি করছে। সবাই খালি পায়ে মাটিতে প...

Men Walking With Hands And Legs: তুরস্কের এই গ্রামের পরিবারের সবাই চার হাত পায়ে হাঁটেন!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : চেহারায় পুরোদস্তুর মানুষ। মানুষ যেমন হয়, ঠিক সে রকমই। আছে দু হাত, দু পা। আর সব মানুষেরই মতো। কিন্তু এই পরিবারের সবাই হাঁটেন দু হাত দু পা দিয়ে। অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো। তুরস্কের একটি গ্রামে বাস করেন তাঁরা। সকাল থেকে রাতে রাস্তায় বেরোলে এই পরিবার চারহাত পায়ে হাঁটেন। দোকানবাজার,স্কুল বা যেকোনও কাজে বেরোলেই তাঁদের চার হাত পায়ে হাঁটতে দেখা যায়।   আসলে এঁরা প্রত্যেকেই এক বিরলতম রোগে ভুগছেন। রোগটার নাম সেরেবেলার আটাক্সিয়া। এটা মস্তিষ্কের এক অস্বাভাবিক অবস্থা, যে উপসর্গকে চিকিৎসা পরিভাষায় ডাইসেকুয়ালিব্রিয়াম বা সাধারণভাবে সিএএমআরকিউ বলা হয়। এতে মস্তিষ্কের একটি ক্ষুদ্র অংশে এ ধরণের লক্ষণ তৈরি হয়, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটার সময় এঁরা কোনও ভারসাম্য পান না। তাই তাঁরা চার হাত পায়ে চলা ফেরা করে থাকেন।  তাঁদের এই বিরলতম উপসর্গকে সেরেবেলার আটাক্সিয়া উপসর্গ বলে চিহ্নিত করেছেন ডেনমার্কের আর্থাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় তাঁরা দেখতে পেয়েছেন এই উপসর্গের ফলে খুবই বিরল মিউটেশন শরীরের কোষে প্রোটিন সরবরাহে বাধার সৃষ্টি করে। এই কারণে ত্রুটিযুক্ত স্...

Emote- A Sensory Machine : ইমোতে : কথা বলতে না পারা শিশুদের মুখের ভাষা বোঝানোর অবাক-যন্ত্র

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ওরা জানে, বোঝে অনেককিছু। ওদের খিদে পায়, তেষ্টা পায়। আরও অনেককিছু ইচ্ছে হয়। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। মুখে মনের ইচ্ছে বলতে না পারার ব্যাপারটা যাতে মুখে না বলতে পারলেও প্রকাশ করতে পারে, সেরকমই এক যন্ত্র তৈরি করেছেন সংবেদন সংগঠনের সদস্যা উপমা ঘোষ এবং যশমিত সিং অরোরা, এবং ইমোতে নামে অভিনব যন্ত্রটির পেটেন্টও তাঁরা নিয়েছেন। তাঁদের এহেন আবিষ্কারের দৌলতে এখন মনের ইচ্ছে প্রকাশ করতে চাওয়া শিশুরা সহজেই নিজের কথা জানিয়ে তাদের দিকে নজর রাখা লোকজনদের সজাগ করতে পারবে।  এই সেন্সর নির্ভর যন্ত্রটি এখন অনেক বাবা মায়ের দুর্ভোগ কমাতে পারবে। বিশিষ্ট সমাজসেবী সমিত সাহার সংগঠন সংবেদনে রয়েছেন উপমারা। এই সংগঠন শুরু থেকে মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু কিশোর-কিশোরীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। সংগঠনের প্রাণপুরুষ সমিত সমাজে অবহেলিত শিশু কিশোর-কিশোরীদের মুখে হাসি ফোটাতে এবং সত্যিকারের বাসযোগ্য করে তোলার জন্য সঙ্গীদের নিয়ে সর্বত্র ছুটে চলেছেন। তাদের এহেন উদ্যোগে উপমা-যশমিতের অভিনব যন্ত্রটি সংগঠনের মুকুটে নতুন পালক গুঁজল, তাতে কোনও সন্দ...

Bizarre Incident : চোর চুরি করে নিয়ে যাচ্ছে মেয়েদের প্যান্টি, ব্রা...

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : চোরেরা টাকাপয়সা,সোনার গয়না, মোবাইল কিংবা দামি জিনিস চুরি করে থাকে, সবাই এমনটাই জেনে এসেছেন এতকাল।   কখনও একা একা, কখনও দল বেঁধে হাতসাফাইয়ের কাজ সেরে থাকে তারা। এ নিয়ে খবর, ভিডিও মাঝেমাঝেই দেখা যায়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বললেই চলে। চোর চুরি করবে, কারণ সেটা তাদের রোজগারের পদ্ধতি। কলে কারখানায় তারা খাটতে রাজি নয়। রোজগারের জন্য হাতসাফাই-ই তাদের অবলম্বন। কিন্তু তাই বলে....   মধ্যপ্রদেশে একদল চোরের হদিশ মিলেছে যাদের টাকা,গয়না কিংবা বহুমূল্য জিনিস চুরিতে বড্ড অনীহা! তারা বারান্দায় শুকোতে দেওয়া মেয়েদের প্যান্টি, ব্রা চুরি করে থাকে, যা জানতে পেরে থ পুলিশ। মধ্যপ্রদেশের চাঁদি চোর গ্যাং নামে কুখ্যাত চোরের দলের অদ্ভুত চুরি নিয়ে থানায় অভিযোগ জমা পড়ায় বড্ড ভাবনায় পড়ে যায় তারা। থানায় রোজই জমা পড়ে চুরি ছিনতাই রাহাজানি খুন জখমের অভিযোগ. তাই বলে এমন অভিযোগ! সম্প্রতি এক মহিলা অভিযোগ জানান তাঁর বাড়ির বারান্দায় প্রায়ই বারান্দায় শুকোতে দেওয়া মহিলাদের প্যান্টি,ব্রা চুরি হচ্ছে।    তদন্তে নেমে পুলিশ জানতে পারে এ ধরণের ঘটনাগুলি ঘটেছে জবল...