Geeta Panchali-Sacred Hindu Book : গীতা পাঁচালি লিখে এবারের বইমেলায় চমক পরিচালক সন্দীপ ঘোষালের
আবহমানের এই পবিত্র ধর্মগ্রন্থের আঠেরোটি অধ্যায়ের অসামান্য অনুবাদ করেছেন
সন্দীপ। সোফেনেয়রা, ম্যাক্সমুলার, ঋষি অরবিন্দ,শঙ্করাচার্য। কিন্তু লেখা সাধারণের
বোধগম্যের বাইরে থাকায় সেভাবে তা সঞ্চারিত হয়নি সর্বত্র। কিন্তু গীতা পাঁচালির
রচয়িতা প্রাঞ্জলভাবে গীতার সারমর্মকে নিখুঁতভাবে উপলব্ধি করে তা সাধারণের মধ্যে
ছড়িয়ে দিতে পেরেছেন। মূল্যবান বইটি প্রকাশ করেছেন দেব সাহিত্য কুটির। পাওয়া
যাচ্ছে দেবসাহিত্য কুটির ও রামকৃষ্ণ মিশন অব কালচারের স্টলে। গবেষণামূলক বইটি
প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন। যাঁরা আবহমান ভারতের উপনিষদের সেই
বিরল রসের আস্বাদন করতে চান, তাঁদের জন্য এই গীতা পাঁচালি এককথায় দিশা দেখাতে সফল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন