Geeta Panchali-Sacred Hindu Book : গীতা পাঁচালি লিখে এবারের বইমেলায় চমক পরিচালক সন্দীপ ঘোষালের

 


দি বেঙ্গলি নিউজরুম
: কথায় বলে যিনি রান্না করেন, তিনি আবার চুলও বাঁধেন। বহু চর্চিত কথাটা যে বর্ণে বর্ণে সত্যি,এবারের বইমেলায় তা প্রমাণ করে দিয়েছেন চলচ্চিত্র পরিচালক সন্দীপ ঘোষাল। যাঁর আলোর ফুলকি স্বপ্ন দৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই তাঁর ক্যারিশমা ছত্রে ছত্রে প্রমাণ করে দিয়েছেন তিনি। মিলেছে জাতীয়, আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার। ছবি তৈরির পাশাপাশি গীতার মতো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থের প্রতিটি শব্দপুঞ্জকে পাঁচালির মতো করে লিখে এক মলাটে রেখেছেন, যা রীতিমতো বিস্ময়কর তো বটেই, সেইসঙ্গে কুর্নিশযোগ্য। এবং আশ্চর্যের কথা, একেবারে আগাগোড়া একবিন্দুও নষ্ট হয়নি আবহমানের বিরল মাধুর্য। 

  আবহমানের এই পবিত্র ধর্মগ্রন্থের আঠেরোটি অধ্যায়ের অসামান্য অনুবাদ করেছেন সন্দীপ। সোফেনেয়রা, ম্যাক্সমুলার, ঋষি অরবিন্দ,শঙ্করাচার্য। কিন্তু লেখা সাধারণের বোধগম্যের বাইরে থাকায় সেভাবে তা সঞ্চারিত হয়নি সর্বত্র। কিন্তু গীতা পাঁচালির রচয়িতা প্রাঞ্জলভাবে গীতার সারমর্মকে নিখুঁতভাবে উপলব্ধি করে তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। মূল্যবান বইটি প্রকাশ করেছেন দেব সাহিত্য কুটির। পাওয়া যাচ্ছে দেবসাহিত্য কুটির ও রামকৃষ্ণ মিশন অব কালচারের স্টলে। গবেষণামূলক বইটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন। যাঁরা আবহমান ভারতের উপনিষদের সেই বিরল রসের আস্বাদন করতে চান, তাঁদের জন্য এই গীতা পাঁচালি এককথায় দিশা দেখাতে সফল।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!