Use of Pain Killer : ব্যথা,যন্ত্রণা কমাতে মেয়েদের পেনকিলার ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

 


নিজস্ব প্রতিনিধি
: ব্যথা,যন্ত্রণা উপশমের বদলে ক্ষতি হতে পারে শরীরের। মেয়েদের মাসিক চলাকালীন খিঁচুনির মতো শারীরিক সমস্যা ও রিউমাটোইড আর্থারাইটিস নিরাময়ে ব্যবহৃত মেফটাল পেনকিলারের ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া নিয়ে অভিযোগ উঠছিল অনেকদিন ধরেই। এনিয়ে পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ অনুসন্ধানের পর এ ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগিনীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছ দ্য ইন্ডিয়ান ফার্মাকোপোয়েসিয়া কমিশন। মেফেনামিক অ্যাসিড পেনকিলার রিউমাটোইড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস,ডাইসমেনোরোয়া, প্রদাহ, জ্বর ও দাঁতের যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে।

     সতর্কবার্তায় কমিশন জানিয়েছে প্রাথমিক বিশ্লেষণে জানা গিয়েছে ওষুধ প্রয়োগে এওসিনোফিলিয়া ও সিস্টেমেটিক সিম্পটমস সিনড্রোমের প্রতিক্রিয়া মিলেছে। চিকিৎসক, রোগিনীদের ওষুধের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে কমিশন। রোগিনীরা যদি এ ধরণের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন,তাহলে তা ভালোভাবে নজরদারি করতে হবে। নভেম্বরের তিরিশ তারিখে জারি করা নোটিসে এই সতর্কবাণী দেওয়া হয়েছে। এ ধরণের বিরূপ প্রতিক্রিয়া যখন দেখা দেবে,তখন বিষয়টি ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার অব দি পিভিপি
আইকে রিপোর্ট করারও পরামর্শ দেওয়া হয়েছে।
www.ipc.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফর্মে বিষয়টি জানিয়ে পোস্ট করা যেতে পারে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ
ADR PvPI –এ লগ করে জানানো যেতে পারে। হেলপলাইন নম্বর ১৮০০-১৮০-৩০২৪-য়ের সাহায্য মিলতে পারে।    

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!