Deamliner Disaster: কী কারণে এই মহা বিপর্যয় ঘটল, রহস্য বাড়ছে

 


দি বেঙ্গলি নিউজরুম
: অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারের ব্ল্যাক বক্সেই কি মিলবে সব রহস্যের সমাধান? এনিয়ে এখন দেশজু়্ড়ে জোর চর্চা চলছে। পাখির সঙ্গে ধাক্কা নাকি দূষিত জ্বালানিতে বিকল ইঞ্জিনের কারণ না অন্য কোনও কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যাতে ২৬৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তার কাজ খোঁজা শুরু হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞরা তাঁদের মতামত জানিয়ে চলেছেন। উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার দিকটিও। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কারণ জানা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ধোঁয়াশায় রয়ে যাচ্ছে বিষয়টি। অনেকেই বলছেন ওই ড্রিমলাইনারের অনেক সমস্যা সত্ত্বও কেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার জেরে এতগুলি প্রাণকে অকালেই চলে যেতে হল। কারো কারো মতে, ডাবল ইঞ্জিন ফেল করার জন্যই কি এমন মহা-অঘটন ঘটেছে?   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!