Emote- A Sensory Machine : ইমোতে : কথা বলতে না পারা শিশুদের মুখের ভাষা বোঝানোর অবাক-যন্ত্র

 


দি বেঙ্গলি নিউজরুম
: ওরা জানে, বোঝে অনেককিছু। ওদের খিদে পায়, তেষ্টা পায়। আরও অনেককিছু ইচ্ছে হয়। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। মুখে মনের ইচ্ছে বলতে না পারার ব্যাপারটা যাতে মুখে না বলতে পারলেও প্রকাশ করতে পারে, সেরকমই এক যন্ত্র তৈরি করেছেন সংবেদন সংগঠনের সদস্যা উপমা ঘোষ এবং যশমিত সিং অরোরা, এবং ইমোতে নামে অভিনব যন্ত্রটির পেটেন্টও তাঁরা নিয়েছেন। তাঁদের এহেন আবিষ্কারের দৌলতে এখন মনের ইচ্ছে প্রকাশ করতে চাওয়া শিশুরা সহজেই নিজের কথা জানিয়ে তাদের দিকে নজর রাখা লোকজনদের সজাগ করতে পারবে। 

এই সেন্সর নির্ভর যন্ত্রটি এখন অনেক বাবা মায়ের দুর্ভোগ কমাতে পারবে। বিশিষ্ট সমাজসেবী সমিত সাহার সংগঠন সংবেদনে রয়েছেন উপমারা। এই সংগঠন শুরু থেকে মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু কিশোর-কিশোরীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। সংগঠনের প্রাণপুরুষ সমিত সমাজে অবহেলিত শিশু কিশোর-কিশোরীদের মুখে হাসি ফোটাতে এবং সত্যিকারের বাসযোগ্য করে তোলার জন্য সঙ্গীদের নিয়ে সর্বত্র ছুটে চলেছেন। তাদের এহেন উদ্যোগে উপমা-যশমিতের অভিনব যন্ত্রটি সংগঠনের মুকুটে নতুন পালক গুঁজল, তাতে কোনও সন্দেহ নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!