Emote- A Sensory Machine : ইমোতে : কথা বলতে না পারা শিশুদের মুখের ভাষা বোঝানোর অবাক-যন্ত্র
এই সেন্সর
নির্ভর যন্ত্রটি এখন অনেক বাবা মায়ের দুর্ভোগ কমাতে পারবে। বিশিষ্ট সমাজসেবী সমিত
সাহার সংগঠন সংবেদনে রয়েছেন উপমারা। এই সংগঠন শুরু থেকে মানসিকভাবে পিছিয়ে পড়া
শিশু কিশোর-কিশোরীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য দিনরাত পরিশ্রম করে
চলেছে। সংগঠনের প্রাণপুরুষ সমিত সমাজে অবহেলিত শিশু কিশোর-কিশোরীদের মুখে হাসি
ফোটাতে এবং সত্যিকারের বাসযোগ্য করে তোলার জন্য সঙ্গীদের নিয়ে সর্বত্র ছুটে
চলেছেন। তাদের এহেন উদ্যোগে উপমা-যশমিতের অভিনব যন্ত্রটি সংগঠনের মুকুটে নতুন পালক
গুঁজল, তাতে কোনও সন্দেহ নেই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন