Woman Eats Soap : যেন কেক, এই মহিলা তারিয়ে তারিয়ে খান সাবান!

 


দি বেঙ্গলি নিউজরুম : ইনস্টাগ্রামে ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটনাগরিকরাকত কিছুই না দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আমরা যেমন চমকে যাই,তেমনই তাজ্জব হয়ে কোনও কথা খুঁজে পাই  নাভাবি, আরে এমন জিনিস তো আগে কখনও দেখিনি। তেমনই এক ভিডিওয় দেখা গিয়েছে এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ভিডিওটি পোস্ট করেছেন,যাতে দেখা গিয়েছে তিনি একটি সাবান কেক খাওয়ার মতো কামড় দিয়ে খেয়ে চলেছেন। এমন দৃশ্য কি আজব লাগছে না? এমন ভিডিও কি বিশ্বাস করা যায়! যদি বলা হয় হ্যাঁ, বিশ্বাস করা যায়। তবে এজন্য একটা রহস্য ভেদ করা দরকার। যে রহস্য জানার পর মনে হতে পারে,তাহলে কি....

  ইনস্টাগ্রাম রিলের শিরোনাম দেওয়া হয়েছে,আমি সাবান খেতে ভালোবাসি। ব্যাপারটা আসলে সাবানটি হাইপার রিয়েস্টিক কেক। প্রথমে অবশ্য নেটিজেনরা মহিলাকে রসিয়ে রসিয়ে সাবান খেতে দেখে চমকে যাকে বলে তাজ্জব হয়ে গিয়েছিলেন। পরে অবশ্য রহস্য ফাঁস হওয়ার পর তাঁদের তাজ্জব ভাবটা কেটে গিয়েছিল। ভিডিওটি পোস্ট করেছেন কলকাতার এক কেক-পাউরুটি নির্মাতা সুচি দত্ত। যিনি খাদ্য রসিকদের আমোদ দিতে বাস্তব নির্ভর কেক বানিয়ে থাকেন। এই কেকটা তিনি এমনভাবে বানিয়েছেন যা দেখলে যে কেউ ভুল করবেন, এটি আসলে গায়ে মাখার সাবান। ইনস্টাগ্রামে ভিউ হয়েছে তিন লক্ষের কাছাকাছি। হাজার লাইক কারণ নেটিজেনরা এরমধ্যে সৃজনশীল বিষয় খুঁজে পেয়েছেন। এক ইউজার লিখেছেন তিনি কোনওদিন কল্পনাও করতে পারবেন না, কেউ সাবান খাচ্ছেন। সুচিতা লিখেছেন খেতে পারেন, যদি সেটি সত্যিকারের কেক হয়ে থাকে। সত্যিকারের কেক হলে তা খাওয়ায় কোনও মানে নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!