Grand Feast By Beggar: ভিক্ষুকের ঠাকুমার মৃত্যুবার্ষিকীতে পাত পেড়ে পেতে খেল কুড়ি হাজার! খরচ শুনলে চমকাবেনই

 

দি বেঙ্গলি নিউজরুম: বিশ্বাস করা শক্ত। কিন্তু অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পড়শি দেশ পাকিস্তানে। এমনিতেই সেদেশ রীতিমতো ধুঁকছে। লোকের হাতে টাকা নেই। খাবার নেই। কিন্তু সেই দুর্দশার মধ্যে এমন এক অবিশ্বাস্য খবর পাওয়া গিয়েছে, যা জানলে মাথার চুল খাড়া হতে বাধ্য। সেদেশের গুজরানওয়ালায় এক ভিক্ষুক পরিবার ধুমধাম করে ২০ হাজার মানুষকে খাওয়াল। সেই মহা ভোজের জন্য খরচ করা হয়েছে এক কোটি পঁচিশ লাখ পাকিস্তানি টাকা। এই মহাভোজের আয়োজন করা হয়েছিল ওই ভিক্ষুক পরিবারের ঠাকুমার চল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওই ভিক্ষুক পরিবার অতিথিদের নিয়ে আসা ও বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ২০,০০ গাড়ি ভাড়া করেছিল। মহা- মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গুজরানওয়ালায় রাহওয়ালি রেলস্টেশনের কাছে। 

পাকিস্তানের পঞ্জাব থেকে কয়েকহাজার মানুষ এসেছিলেন ওই অনুষ্ঠানে। খাওয়ার তালিকায় ছিল সিরি পায়ে, মোরব্বা-সহ বিভিন্ন খাবার। দুপুরের পর রাতেও ছিল খাবারের এলাহি আয়োজন। নরম তুলতুলে মাংস, নান মটর গঞ্জ ও মাংসের নানা পদ। এই অনুষ্ঠানের ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। অতিথিরা অনুষ্ঠানের আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। অনুষ্ঠানে আড়াইশোটি পাঁঠা বলি দেওয়া হয়েছিল। তবে আর্থিক দিক থেকে ধুঁকতে থাকা পাকিস্তানে একটি ভিক্ষুক পরিবার কীভাবে এত বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানের আয়োজন করেছে, তা নিয়ে মুখে মুখে ফিরছে প্রশ্ন। অনেকেই এই বিপুল আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!