TMC Will Win 6 Bye-elections: ৬টি উপনির্বাচনেই জিতছে তৃণমূল, কারণটা কি?

 দি বেঙ্গলি নিউজরুম: রাত পোহালেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতির মধ্যেই এবার ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে। ঘাসফুল শিবির আত্মবিশ্বাসী উপনির্বাচনগুলিতে তারা ছটি কেন্দ্রে হেসেখেলে জিতবে (TMC Will Win 6 Bye-elections)। উল্টোদিকে লাগামছাড়া দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়ে চলেছে বিরোধীরা। তবে সেই হুঙ্কার বাম বা কংগ্রেসের মুখ থেকে শোনা যাচ্ছে না। একতরফা হুঙ্কার দিয়ে চলেছে বিজেপি। আরজি কর কাণ্ড থেকে আবাস দুর্নীতি— শাসকের বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় জমায় গেরুয়া শিবির উৎসাহিত এবার এই ছটি উপনির্বাচনে তাদের ক্ষোভ উগড়ে দেবেন এবং ছটি উপনির্বাচনে মুখ শুকনো করে ফিরতে হবে শাসকদলকে। যদিও বিজেপির এই আশাবাদকে মোটেই সার্টিফিকেট দিতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।  এমনকী তাদের একমাত্র জেতা মাদারিহাটও তারা হারাতে পারে বলেও তাঁদের মত। কারণ এখনও বিজেপিকে এ রাজ্যের শাসকের আসনে বসাতে পারেননি রাজ্যের মানুষ। তাঁরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মানুষকে বিকল্প হিসেবে মনে করতে পারছেন না।  

    তাঁদের মতে, এবারও ৬টি উপনির্বাচনে জিতবে তৃণমূল কংগ্রেস। কারণ হিসেবে তাঁরা রাজ্যবাসীর মনে বিজেপিকে বিকল্প হিসেবে মনে করেন না। প্রতিদিনই বিভিন্ন প্রচারমাধ্যম শাসকদলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছ। রোজ সামনে তুলে ধরা হচ্ছে একের পর এক দুর্নীতির খবর। কোথাও কারচুপি, কোথাও সন্ত্রাস সৃষ্টির অভিযোগ, কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ ফলাও করে প্রচার করা হচ্ছে। কিন্তু এই বিরুদ্ধ পরিস্থিতিতে ঘাসফুলের ইউএসপি বিভিন্ন আর্থিক প্রকল্প, স্বাস্থ্যসাথী বলে মনে করা হচ্ছে। রাজ্যের অধিকাংশ মানুষেরই ধারণা তৃণমূল কংগ্রেস সরে গেলে আর এইসব সুযোগ মিলবে না। ফলে গত ভোটগুলিতে বিজেপি-সহ বিরোধীদের হুঙ্কার সত্ত্বেও জিতেছে। আর রহস্য ভাঙতে গিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, সিপিএম-কংগ্রেসের জায়গায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির গ্রহণযোগ্যতা এখনও প্রশ্নের মুখে। সব মিলিয়ে আগামীকাল ৬টি উপনির্বাচনে শেষ হাসি হাসার একশো ভাগই সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!