TMC Will Win 6 Bye-elections: ৬টি উপনির্বাচনেই জিতছে তৃণমূল, কারণটা কি?
তাঁদের মতে, এবারও ৬টি উপনির্বাচনে জিতবে
তৃণমূল কংগ্রেস। কারণ হিসেবে তাঁরা রাজ্যবাসীর মনে বিজেপিকে বিকল্প হিসেবে মনে
করেন না। প্রতিদিনই বিভিন্ন প্রচারমাধ্যম শাসকদলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছ। রোজ
সামনে তুলে ধরা হচ্ছে একের পর এক দুর্নীতির খবর। কোথাও কারচুপি, কোথাও সন্ত্রাস
সৃষ্টির অভিযোগ, কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ ফলাও করে প্রচার করা হচ্ছে।
কিন্তু এই বিরুদ্ধ পরিস্থিতিতে ঘাসফুলের ইউএসপি বিভিন্ন আর্থিক প্রকল্প,
স্বাস্থ্যসাথী বলে মনে করা হচ্ছে। রাজ্যের অধিকাংশ মানুষেরই ধারণা তৃণমূল কংগ্রেস
সরে গেলে আর এইসব সুযোগ মিলবে না। ফলে গত ভোটগুলিতে বিজেপি-সহ বিরোধীদের
হুঙ্কার সত্ত্বেও জিতেছে। আর রহস্য ভাঙতে গিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা,
সিপিএম-কংগ্রেসের জায়গায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির গ্রহণযোগ্যতা এখনও
প্রশ্নের মুখে। সব মিলিয়ে আগামীকাল ৬টি উপনির্বাচনে শেষ হাসি হাসার একশো ভাগই
সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন