Sangbedan : প্রান্তিক মানুষকে ভরসা দিতে পুরুলিয়ায় সংবেদন
দি বেঙ্গলি
নিউজরুম:
নিখাদ ব্যতিক্রমী।
একেবারে শুরু থেকেই ব্যতিক্রমী পথে
হেঁটে সমাজসেবা করে আসছে শ্যামপুকুরের স্বেচ্ছাসেবী সংবেদন। সংগঠনের প্রাণপুরুষ সমিত সাহা রোদ ঝড় জল
উপেক্ষা করে প্রথম থেকে পাশে দাঁড়িয়েছেন বিশেষভাবে সক্ষমদের। মানসিকভাবে পিছিয়ে
পড়া শিশু কিশোর-কিশোরীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলস্রোতে ফেরানোর
অলিখিত দায়বদ্ধতা নিজের কাঁধে তুলে নিয়েছেন সমিত এবং তা সফলভাবে পেরেওছেন।
সম্প্রতি
তাঁর নেতৃত্বে পুরুলিয়ায় তিন দিন ব্যাপী এক কর্মসূচির আয়োজন করেছিল। সেখানকার
প্রান্তিক মানুষের কাছে পৌঁছে তাঁদের সুখ দুঃখের শরিক হতে এই কর্মসূচির উদ্যোগ
নেওয়া হয়। সেই দুঃস্থ মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলে তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সমিত সাহার নেতৃত্বে তিনদিন ধরে নানা
কর্মসূচির আয়োজন করে সংবেদন। সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রান্তিক মানুষদের সমর্থন জুগিয়ে শক্ত ভিতের
ওপর দাঁড় করাতে জীবনধারণের রসদ তুলে দেয় তারা। সেইসঙ্গে পরিবেশের উন্নয়নে সহায়তার
ব্যবস্থাও করা হয়। প্রান্তিক মানুষদের দৈনন্দিন প্রয়োজনীয়তা বোঝার পাশাপাশি
পড়াশোনা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতেই এমন উদ্যোগ নেয় সংবেদন গোষ্ঠীর
কর্মীরা, যার পুরোভাগে ছিলেন সংগঠনের প্রাণপুরুষ সমিত সাহা। স্থানীয় মানুষ,
সমাজসেবীদের সহযোগিতায় প্রান্তিক মানুষদের কাছ নিবিড়ভাবে পৌঁছনোর বার্তা দিয়ে
তিন দিন ধরে সংগঠন পৌঁছে গিয়েছিল সবার কাছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন