Wife Found Husband As Beggar: দশ বছর পর ভিক্ষুক অবস্থায় স্বামীকে ফিরে পেলেন স্ত্রী!

 


দি বেঙ্গলি নিউজরুম: সিনেমাকেও হার মানায়!

দশ বছর ধরে নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী। যদিও নাটকীয়ভাবে ছেলেকে হাসপাতালে গিয়ে দেখানোর সময় সেখানে ভিক্ষুক বেশে ভিক্ষারত অবস্থায় খুঁজে পেলেন স্বামীকে।  সিনেমার চেয়েও রোমাঞ্চকর ঘটনটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। নিজের বাড়ির সামনে ছেড়া কাপড় পরা ভিক্ষুক বেশে আসার পর তাঁর স্ত্রী তাকে চিনতে পারেন। জড়িয়ে ধরেন তাঁকে। আনন্দে কাঁদতে থাকেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকেই চোখের জল সামলাতে পারেননি। একুশ বছর আগে জানকী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল মোতিচাঁদের নামে ওই ব্যক্তির 

   বালিয়া জেলার সিটি কোতোয়ালি এলাকার দেবকালী গ্রামে তাঁরা থাকতেন। তাঁদের তিনটি সন্তান হয়। মোতিচাঁদের মানসিক সমস্যা দেখা দেয়। দশ বছর আগে কারোকে কিছু না বলে আচকাই নিরুদ্দেশ হয়ে যান মোতিচাঁদ। জানকীদেবী ও আত্মীয়রা তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিশ পাননি। জানকীদেবী একাই তিন সন্তানকে মানুষ করতে থাকেন। গত সোমবার ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জানকী দেবী। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একজন ছেড়া নোংরা কাপড় পরা ব্যক্তিকে ভিক্ষে করতে দেখতে পান জানকী দেবী। ভিক্ষুকের খুব কাছে গিয়ে ভালো করে দেখার পর তিনি বুঝতে পারেন ওই ব্যক্তিই তাঁর হারিয়ে যাওয়া স্বামী। তারপরই স্বামীকে জড়িয়ে কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে আশপাশের মানুষেরা চোখের জল সামলাতে পারেননি। মোতিচাঁদকে বাড়ি নিয়ে আসেন জানকী দেবী। 

 

 


মন্তব্যসমূহ

  1. এইরকম চিত্রনাট্য পেলে বাংলাদেশের পরিচিত পরিচালকদের পাশ কাটানো দায়। সন্দীপ🙏 ঘোষাল

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!