Sanbedan- A Philanthropic Organizer : ওদের পাশে দিবারাত্র পরম মমতায় শ্যামপুকুরের সংবেদন

 

বেঙ্গলি নিউজরুম: ওরা আলাদা। ওরা আর পাঁচজনের মতো নয়। সমাজে এইসব বিশেষ ক্ষমতা সম্পন্ন কিশোর-কিশোরীরা একটু যেন অবহেলার শিকার। অনেকেই এদের এড়িয়ে যান, মনে মনে করুণা করেন। কিন্তু এইসব কিশোর-কিশোরী, যারা নিজেদের এমন অবস্থার জন্য নিজেরা দায়ী নয়, তাদের পরম মমতায় কাছে টেনে নিয়েছে উত্তর কলকাতার শ্যামপুকুরের সংবেদন সংগঠন, যাদের ব্যতিক্রমী পদক্ষেপে এইসব অবহেলার শিকার কিশোর-কিশোরীর জীবনে মাঝেমাঝেই খুশি আনে। 

   কখনও রাখি বন্ধনের আগে রাখি তৈরি করে ওরা। কখনও কোনও উৎসবে ওদের মতো করে শামিল হয়ে থাকে। দুর্গাপুজো থেকে কালীপুজোয় সবাই যখন নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে, তখন সংবেদন ওদের নানাভাবে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার উদ্যোগ নিয়ে থাকে। আর এই কর্মকাণ্ডের কর্ণধার হলেন সমিত সাহা, যিনি মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু-কিশোর-কিশোরীদের পাশে দাঁড়িয়ে একের পর এক উদ্যোগ নিয়ে আসছেন। অক্লান্ত এই তরুণ মানবসেবীকে আপনাকে একবার অন্তত সেলাম জানাতেই হবে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!