Bangladesh Turns To Islami State?ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? কারা রয়েছে এর পিছনে
ওয়াকিবহাল
মহলের ধারণা বাংলাদেশ এখন কট্টর ভারত ও হিন্দুবিরোধী জামাত- বিএনপির পুরোপুরি
কব্জায় চলে গিয়েছে। এই মৌলবাদী সংগঠন কোনওভাবেই চায় না বাংলাদেশে সংখ্যালঘু
হিন্দুরা থাকুক। দেশকে হিন্দুশূন্য করার সমস্ত রকম প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে
বলে খবর। হাসিনার আমলেও মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দুরা।
পোড়ানো হয়েছে মন্দির, ভাঙা হয়েছে মূর্তি। এই আগ্রাসনের ভয়ে বহু মানুষ বাংলাদেশ
ছেড়ে চলে এসেছেন ভারতেও। আর কট্টর মৌলবাদীদের ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। প্রসঙ্গত,
একেবারে শুরু থেকেই বাংলাদেশে ভারত ও হিন্দুবিদ্বেষের ঘরানা চলে এসেছে। হাসিনার
পতনের বহু আগে থেকেই হিন্দুদের বিরুদ্ধে বিরোধিতা করে এসেছে সেদেশের মৌলবাদী
শক্তিগুলি। তারা যেমন বাংলাদেশের জনক শেখ মুজিবর রহমান মেনে নিতে পারেনি, মানতে
পারেনি শেখ হাসিনাকে, তেমনই হিন্দু বিদ্বেষ চালিয়ে যাচ্ছিল তারা। এবার তাদের সেই
বিদ্বেষ চরম আকার নিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন