Bangladesh Turns To Islami State?ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? কারা রয়েছে এর পিছনে

 


দি বেঙ্গলি নিউজরুম
: গণপ্রজাতন্ত্রী তকমা সরিয়ে পাকিস্তানের প্রচ্ছন্ন মদতে পুরোপুরি ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? শেখ হাসিনার বিদায়ের পর থেকেই সেদেশে সক্রিয় হয়ে উঠেছে জামাতের মতো উগ্র ভারত বিরোধী সংগঠনগুলি। তাদের সঙ্গে আছে খালেদা জিয়ার বিএনপি ( Bangladesh Turns To Islami State?)। মহম্মদ ইউনূস তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেদেশে ব্যাপকভাবে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন। বাদ যায়নি অন্য সংখ্যালঘুরাও। নিগ্রহ, হামলার পাশাপাশি হিন্দুদের ধর্মীয় স্থানে বিগ্রহ ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। খুন করা হয়েছে জনা ছয়েক হিন্দুকে। আর এসবই শুরু হয়েছে মহম্মদ ইউনূস দায়িত্বে আসার পরই। পরিস্থিতি ঘোরালো হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কান্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারের পর থেকে। ইউনূস সংখ্যালঘু নির্যাতন বন্ধে আশ্বাস দিলেও এতটুকু কমেনি নির্যাতন।

    ওয়াকিবহাল মহলের ধারণা বাংলাদেশ এখন কট্টর ভারত ও হিন্দুবিরোধী জামাত- বিএনপির পুরোপুরি কব্জায় চলে গিয়েছে। এই মৌলবাদী সংগঠন কোনওভাবেই চায় না বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা থাকুক। দেশকে হিন্দুশূন্য করার সমস্ত রকম প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে বলে খবর। হাসিনার আমলেও মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দুরা। পোড়ানো হয়েছে মন্দির, ভাঙা হয়েছে মূর্তি। এই আগ্রাসনের ভয়ে বহু মানুষ বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ভারতেও। আর কট্টর মৌলবাদীদের ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। প্রসঙ্গত, একেবারে শুরু থেকেই বাংলাদেশে ভারত ও হিন্দুবিদ্বেষের ঘরানা চলে এসেছে। হাসিনার পতনের বহু আগে থেকেই হিন্দুদের বিরুদ্ধে বিরোধিতা করে এসেছে সেদেশের মৌলবাদী শক্তিগুলি। তারা যেমন বাংলাদেশের জনক শেখ মুজিবর রহমান মেনে নিতে পারেনি, মানতে পারেনি শেখ হাসিনাকে, তেমনই হিন্দু বিদ্বেষ চালিয়ে যাচ্ছিল তারা। এবার তাদের সেই বিদ্বেষ চরম আকার নিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!