Marriage In the Sky: আকাশে উড়তে উড়তে মালাবদল বর-কনের, হাজির নিয়ন্ত্রিতরাও!
দি বেঙ্গলি নিউজরুম: সবার কাছেই বিয়েটা বিশেষ একটা ব্যাপার। জীবনে এমন মুহূর্ত একবারই আসে। যদিও
কেউ কেউ দুবার বা তিন বার বিয়ের পিঁড়িতে বসেন। মালাবদল করেন। তবে অনেকে আবার
জীবনের স্মরণীয় মূহুর্তকে মনের মণিকোঠায় রেখে দিতে এমন কিছু করেন,যা চেনা
পরিচিতদের সারাজীবনে সেই স্মৃতি থেকে যায়। আর সেই বিয়েটা যেন বাকি সব বিয়ে থেকে
অন্যরকম হয়। এমনই এক মহিলা মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে আকাশে বোয়িং ৭৪৭
বিমানকে বিয়ের আসর বানিয়ে মালা বদল করলেন জীবনসঙ্গীর সঙ্গে। মহিলার নাম বিধি পপলি
ও বরের নাম হৃদেশ সাইনানি।
বিমানে তিনশো জনেরও বেশি অতিথি ধোপদুরস্ত
পোশাক পরে সামিল হলেন সেই চমকে দেওয়া বিয়ের আসরে। বিমান উড়ে গেল দুবাই থেকে
ওমান। দুবাইয়ের ব্রিউ নিউজ এ খবর জানিয়েছে। লালরঙের ফেরারিতে চড়ে টারম্যাকে বিয়ে
করতে বর এসেছিল বরাত নিয়ে। বিমান দুবাইয়ের বেসরকারি টার্মিনাল জেটেক্স থেকে বর-বউ
ও অতিথিদের নিয়ে উড়ে যায় ওমানে। তিন ঘণ্টার সফরে অতিথিদের সাত তারকা হোটেলের
খাবার দেওয়া হয়েছিল। বিমানের আসনগুলো বিয়ের থিম মেনে বদল করা হয়েছিল এবং বিয়ের
অনুষ্ঠান দেখতে প্রোজেক্টর বসানো হয়েছিল। তিরিশ বছর আগে আকাশে বিয়ে হয়েছিল বিধির
বাবার। যিনি সংযুক্ত আরব আমিরশাহিতে বিশাল ব্যবসায়ী।
১৯৯৪ সালে তিনি সুনীতাকে বিয়ে
করেছিলেন। সেই পরম্পরা অনুযায়ী বিধিও আকাশে বিয়ে করলেন। বিমানে বিয়ের পুরো
অনুষ্ঠানটি হয়েছিল। বিধি জানিয়েছেন আকাশে তাঁর বিয়ে তাঁর বাবার আইডিয়া। এটা তাঁর
বাবার স্বপ্ন। তাঁরা এখন আকাশে বিয়ের অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিতে
চেয়েছেন। বিধির বাবার আশা, তাঁর ছেলের বিয়েও তাঁদের ও বিধির মতো আকাশে হবে। এই ধরণের বিয়েকে হাওয়াই বন্ধন
বলা হয়ে থাকে। ১৯৯৪ সালে বিধির বাবার বিয়েতে বিমানটি উড়েছিল মুম্বই থেকে
আহমেদাবাদে। বিয়ের মেনু করেছিলেন বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন