Pet Cat Sets On Fire House: গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিল পোষা বেড়াল!
দি বেঙ্গলি নিউজরুম: ফ্ল্যাটে ঢুকে এদিক ওদিক ঘুরে
বেড়াচ্ছিল পোষা বেড়ালটি। মাঝেমাঝে শরীরের কসরত করে খেলাও করছিল সে, যেমনটা
রোজ করে। সেরকমই খেলতে খেলতে কিচেনে ঢুকে পড়েছিল। আসলে বড্ড খিদে পেয়েছিল তার। খাবার
খুঁজতে খুঁজতে ঘুরিয়ে দিয়েছিল ইনডাকশন কুকারের সুইচ। আর তার কেরামতিতে চালু গিয়েছিল
কুকার। তারপরই লঙ্কাকাণ্ড! দোতলার ফ্ল্যাটে ধরে যায় আগুন। দাউদাউ আগুনে পুড়ে যায়
গোটা ফ্ল্যাটটি। আগুন লাগার খবর ফ্ল্যাট
মালিককে ফোন করে জানান পড়শি ফ্ল্যাটের মালিক। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে
গিয়েছে। ফ্ল্যাট পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে।
বেড়ালটি যখন ফ্ল্যাটের ভেতর ঘুরে বেড়াচ্ছিল তখন ফ্ল্যাটের মালিক কোথায়
ছিলেন? সংবাদপত্রের
রিপোর্ট থেকে জানা গিয়েছে ডানডান নামে ওই ফ্ল্যাটের মালিক বাইরে কোথাও মহাযোগ
করছিলেন। সেসময়ই ফোন করে তাঁকে জানানো হয় তাঁর ফ্ল্যাটে কোনও ঘটনা ঘটেছে।
প্রোপার্টি ম্যানেজমেন্ট স্টাফেরা ফোন করে জানান জলদি আসুন, আপনার ফ্ল্যাটে আগুন
ধরেছে। খবর পেয়ে দৌড়ে আসেন মালকিন। এসে দেখেন তাঁর ফ্ল্যাট পুড়ে ছারখার হয়ে
গিয়েছে। ফ্ল্যাটের প্রায় কিছু পুড়ে ছাই।
ডানডান জানতে পারেন এই বিপত্তি ঘটিয়েছে তাঁর পোষা বেড়াল জিঙ্গোউডিয়াও।
ক্ষতির পরিমাণ এক লাখ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় এগারো লাখ সাতষট্টি হাজারের কিছু
বেশি। ফ্ল্যাটে যখন আগুন লাগে তখন বিপদ আঁচ করে বেড়ালটি ক্যাবিনেটের আড়ালে
লুকিয়ে পড়েছিল। পরে উদ্ধারকারীরা এসে দেখতে পান ডানডানের পোষা বেড়ালটি
আপাদমস্তক ছাই মেখে বসে আছে, তবে আগুনে তার কোনও ক্ষতি হয়নি। অদ্ভুত ঘটনাটি
চিনের। পরে ডানডান তাঁর বেড়ালের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নতুন নামকরণ করেন।
বেড়ালের ওই কাণ্ড চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ডাওইনে ভাইরাল হয়। আটলাখের বেশি
ভিউ হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন