Man Married Fifteen Women: ডাক্তার,ইঞ্জিনিয়ার সেজে পনেরো জন মহিলাকে বিয়ে!
দি বেঙ্গলি নিউজরুম: আক্ষরিক অর্থেই গুণধর। কোথাও ডাক্তার, আবার কোথাও ইঞ্জিনিয়ার সেজে একজন দুজন নয়। গুণে গুণে পনেরোজন মহিলাকে বিয়ে করেছিলেন বেঙ্গালুরুর বানাসঙ্করী এলাকার বাসিন্দা মহেশ কে বি নায়ক( Man Married Fifteen Women)। কিন্তু প্রথমে তাঁর প্রতারণা কেউ ধরতে পারেননি। শেষপর্যন্ত ভুলভাল ইংরেজিই ধরিয়ে দিল ওই প্রতারককে। রবিবার তাঁকে গ্রেফতার করে মাইসুরু পুলিশ। ২০২৪ সাল থেকে পঁয়ত্রিশ বছরের গুণধর মানুষটি পনেরোজনকে বিয়ে করেছিলেন। বিয়ের পরই নববিবাহিতার টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছিলেন। এক সফটওয়ার ইঞ্জিনিয়ার মহিলাকে বিয়ে করার পর ওই প্রতারককে ভুল ইংরেজি বলতে শোনায় তাঁর সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর মতো আরেক মহিলাকে ভুয়ো তথ্য দিয়ে বিয়ে করে তাঁর গয়নাগাঁটি নিয়ে পালানোর পর তিনিও থানায় অভিযোগ জানান।
তাঁকে ধরার জন্য
পুলিশ একটি টিম তৈরি করে প্রতারককে টুমাকুরু থেকে গ্রেফতার করে। সংবাদমাধ্যমের খবর
অনুযায়ী, অভিযুক্ত মহেশ অনলাইনে মহিলাদের আকৃষ্ট করতে তাঁর ভুয়ো প্রোফাইল পোস্ট
করে। সেখানে তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার পরিচয় দিয়ে মহিলাদের আরও ভালো
ভবিষ্যতের টোপ দিতেন। তাতে আকৃষ্ট হয়ে অনেকেই সেই ফাঁদে পা দিতেন। ডাক্তার পরিচয়
দেওয়ার সময় ভুয়ো ক্লিনিকও তিনি চালু করতেন, যা দেখে মহিলাদের কোনও সন্দেহ হতো
না। একজন নার্সকেও রাখতেন বিশ্বাস অর্জনের জন্য। তবে অনেক মহিলাই তাঁর ভুল ইংরেজি
বলার জন্য গোটা ব্যাপারটার মধ্যে গোলমাল আঁচ করেছিলেন। তাঁরা সোজা তাঁর বিয়ের
প্রস্তাবে না করে দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে মহেশ পনেরো জন মহিলাকে বিয়ে
করেছিলেন। তাদের কয়েকজনের ছেলেমেয়েও রয়েছে। কালেভদ্রে ওই মহিলাদের সঙ্গে তিনি দেখা
করতেন। তবে অধিকাংশ মহিলাই শিক্ষিত পেশাদার। প্রতারণার শিকার মহিলারা বুঝতে পারলেও
নানা সমস্যা, লোকলজ্জার ভয়ে ব্যাপারটা চেপে যেতেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন