Men Walking With Hands And Legs: তুরস্কের এই গ্রামের পরিবারের সবাই চার হাত পায়ে হাঁটেন!

 

দি বেঙ্গলি নিউজরুম: চেহারায় পুরোদস্তুর মানুষ। মানুষ যেমন হয়, ঠিক সে রকমই। আছে দু হাত, দু পা। আর সব মানুষেরই মতো। কিন্তু এই পরিবারের সবাই হাঁটেন দু হাত দু পা দিয়ে। অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো। তুরস্কের একটি গ্রামে বাস করেন তাঁরা। সকাল থেকে রাতে রাস্তায় বেরোলে এই পরিবার চারহাত পায়ে হাঁটেন। দোকানবাজার,স্কুল বা যেকোনও কাজে বেরোলেই তাঁদের চার হাত পায়ে হাঁটতে দেখা যায়।

  আসলে এঁরা প্রত্যেকেই এক বিরলতম রোগে ভুগছেন। রোগটার নাম সেরেবেলার আটাক্সিয়া। এটা মস্তিষ্কের এক অস্বাভাবিক অবস্থা, যে উপসর্গকে চিকিৎসা পরিভাষায় ডাইসেকুয়ালিব্রিয়াম বা সাধারণভাবে সিএএমআরকিউ বলা হয়। এতে মস্তিষ্কের একটি ক্ষুদ্র অংশে এ ধরণের লক্ষণ তৈরি হয়, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটার সময় এঁরা কোনও ভারসাম্য পান না। তাই তাঁরা চার হাত পায়ে চলা ফেরা করে থাকেন।  তাঁদের এই বিরলতম উপসর্গকে সেরেবেলার আটাক্সিয়া উপসর্গ বলে চিহ্নিত করেছেন ডেনমার্কের আর্থাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় তাঁরা দেখতে পেয়েছেন এই উপসর্গের ফলে খুবই বিরল মিউটেশন শরীরের কোষে প্রোটিন সরবরাহে বাধার সৃষ্টি করে। এই কারণে ত্রুটিযুক্ত স্নায়ুকোষের জন্ম দেয়। এর ফলে মস্তিষ্কে ক্ষতি দেখা দেয় এবং শরীরের ভারসাম্য হারিয়ে যায়। ফলে রাস্তায় হাঁটার সময় তাঁরা একরকম হামাগুড়ি দিয়ে যাতায়াত করতে বাধ্য হন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!