Digital Arrest : আপনি কি ডিজিটাল অ্যারেস্টের শিকার হতে পারেন? কীভাবে আটকাবেন এই প্রতারণা,,,,

 


দি বেঙ্গলি নিউজরুম
: আচমকাই বেজে উঠতে পারে আপনার ফোন। অচেনা ফোনের নম্বর থেকে ভিডিও কলে ওপার থেকে কড়া গলায় বলে উঠবে, আমি মুম্বই পুলিশ থেকে বলছি। আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আপনি বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এ কারণে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। আপনার বেআইনি কাজের  তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিও কলে দেখা যাচ্ছে একজন পুলিশ ওপারে বসে আছেন। তিনি একটি নাম বলবেন এবং জানাবেন তিনি মুম্বই ক্রাইম ব্রাঞ্চ আছেন।
   ভিডিওকলে থানার ভেতর যেমন থাকে, তেমনই রয়েছে। এমনকী পুলিশের লোগোও ব্যবহার করা হয়েছে। একেবারে নিঁখুত সবকিছু যা দেখে অবিশ্বাস করার কিছু নেই। ওই পুলিশের পাশে থাকা সিবিআই অফিসারকেও দেখা যায়। তিনিও ভারিক্কী গলায় বলে উঠবেন দেখুন আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অতি গুরুতর। মুম্বই পুলিশ আপনাকে গ্রেফতার করতে আসছে আপনার বাড়িতে। আপনাকে কেস মেটাতে গেলে কিছু টাকা আরটিজিএস করে টাকা পাঠাতে হবে। সিবিআই অফিসার তাঁর কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে আধার কার্ড, প্যান কার্ডের বিস্তারিত বিবরণ চাইবেন। টাকা পাঠানোর জন্য রীতিমতো চাপ দেওয়া শুরু হবে। টাকার অঙ্কটা অবশ্য খুব সামান্য নয়। কখনও দশ লক্ষ টাকা, কখনও সত্তর আশি লক্ষ টাকা। কোথায় টাকা পাঠাতে হবে, তা-ও জানিয়ে দেবে তারা। আর ভয়ে আপনি যে-ই টাকাটা পাঠাবেন, ওদের চাহিদামতো টাকা পাঠানো হওয়ার পর ফোনের নম্বর ব্লক করে দেবে তারা। এমনকী আদালতের এজলাসও ভিডিওকলে দেখতে পাবেন। সেখানে দেখা যাবে আপনার আগাম জামিনের শুনানির দৃশ্যও দেখা যাবে। কিন্তু তারপরই সব ভোঁভা।

 
 সাইবার ক্রিমিনালরা এভাবেই পুরোপুরি ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলেছে। আর এই প্রতারণা রুখতে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা জানিয়েছেন এসব ঘটনা ঘটলে আপনার প্রথম যে কাজটা হবে, সেটা হল সঙ্গেসঙ্গে সেই থানায় যোগাযোগ করা। সেখান থেকে যাচাই করে নিতে হবে সত্যি তারা আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা। ফোন করলে বা যোগাযোগ করলেই জানতে পারবেন তারা কোনও ফোনকল করেনি। এরপরই ফোন নম্বর ব্লক করে দেবেন। জেনে রাখবেন পুলিশ এভাবে কারোকে ফোন করে গ্রেফতারের কথা বলে না। আপনাকে বড় জোর ডেকে পাঠাতে পারে। 
 প্রতারকরা আপনার সব খোঁজ খবর নিয়েই আপনাকে ফাঁদে ফেলার ছক কষেছে। অতএব শুরুতেই সাবধান। সতর্ক না হলে আপনাকে খোয়াতে হবে জীবনের বহুকষ্টে অর্জিত অর্থ।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!