Marriage Of Sickled Girls : শেকলে বাঁধা শৈশব, শেকল বাঁধা অবস্থাতেই বিয়ে শিশুকন্যাদের!
শেকল বাঁধা অবস্থায় একটু বড় হলে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় তাদের। ভালোমন্দ বোঝাও তাদের কারো ক্ষমতা নেই। এ যেন এক পশুর জীবন। কিন্তু এই জীবনকেই মেনে নিয়ে কাটাতে হচ্ছে এখানকার মানুষ নামে দলে মুচড়ে যাওয়া অপরিসীম দারিদ্রে ন্যুব্জ হয়ে পড়া দু পেয়েদের। এখানকার সাতশো শিশুকন্যাকে খোলামেলা শৈশবকে দূরে সরিয়ে বেঁচে থাকতে হচ্ছে। এই প্রথার শিকার চল্লিশ বছরের রমা দেবী জানান কীভাবে তিন দশক আগে তাঁর শৈশব ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তাঁর বিয়ে হয়েছে দশ বছর বয়েসে। প্রতিদিনই এই বয়েসেই এখানকার মেয়েদের বিয়ে হয়ে চলেছে। এই বিয়ে বন্ধ হওয়া উচিত। তাঁর পাশেই কোলের মেয়ে নিয়ে গীতা নামে বছর বাইশের এক তরুণীর জানালেন তাঁর বিয়ে হয়েছে ষোলো বছর বয়েসে। তিনি জানান বাকিরা এমন ভয়ঙ্কর কুপ্রথার শিকার হোক। তাঁর ওপর দিয়েই এই প্রথার শেষ হোক. চান গীতা। গীতা জানান এখানে শিশুকন্যা জন্মানোর আগেই তাদের বিয়ে ঠিক হয়ে যায়। ছ মাস গর্ভবতী হওয়ার দুটি পরিবার ঠিক করে ফেলে কারো মেয়ে হলে এবং কারো ছেলে হলে তাদের বিয়ে হবে। এই কথার নড়চড় হয় না কখনও।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন