Babri Maszid-Ram Mandir Controversy In Bengal : এ রাজ্যে ছাব্বিশের ভোটের তাস হতে চলেছে বাবরি-মসজিদ-রাম মন্দির ইস্যু?

 

দি বেঙ্গলি নিউজরুম: বাংলাদেশে লাগাতার অশান্তির আবহে এ রাজ্যে কি নতুন করে অশান্তি সৃষ্টি করতে চলেছে রাম-মন্দির-বাবরি মসজিদ বিতর্ক? হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় শুরু হয়েছে হিন্দুদের ওপর কট্টরপন্থীদের নির্যাতন। মন্দিরে ভাঙচুর থেকে বিগ্রহ ভেঙে ফেলা, হিন্দুদের সম্পত্তি কেড়ে নেওয়ার মতো ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। ইসকনকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তির জেরে লাগাতার শুরু হয়েছে হিন্দু নির্যাতন, প্রখর ভারত বিরোধিতা। আর এই বিরোধিতার পুরোভাগে রয়েছে খালেদা জিয়ার উগ্রবাদী দল বিএনপি,জামাত-এ-ইসলাম থেকে শুরু করে একাধিক উগ্রপন্থী দলগুলি। কখনও কলকাতা দখল, কখনও বাংলা বিহার ফেরতের হুমকি, আবার কখনও ভারতের সেভেন সিস্টার দখলের হুমকি দিয়ে চলেছে তারা। যা নিয়ে হাসির খোরাকও হচ্ছে বিএনপি ও প্রাক্তন সেনাকর্তা, পুলিশ।

 
 দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরও থামেনি সন্ত্রাস। আর এমন আবহে এ রাজ্যের মুর্শিদাবাদে আগামী বছরের ছ ডিসেম্বর বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর তারপরই পাল্টা হিসেবে রামমন্দির নির্মাণের কথা ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা। এখানেই শেষ নয় রামমন্দির গড়ার কথা ঘোষণা করেছে বিজেপিও। ফলে বাংলাদেশে অশান্তির আবহে বিবদমান দুই রাজনৈতিক দলের রাম-মন্দির- বাবরি মসজিদ গড়ার ঘোষণায় এ রাজ্যে অশান্তির আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ছাব্বিশের ভোটে এ থেকে গেরুয়া শিবির কতটা ফয়দা তুলতে পারে, এ নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!