দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : এ যেন স্বপ্নে দেখা কোনও এক রূপকথার গল্পের (Fa i ry Tales) মতো । না, এই রূপকথায় কোনও রাজকুমার,রাজকুমারী কিংবা রাজা রানি নেই। নেই কোনও এতদিনের জানা কোনও গল্প। এই ছবির চরিত্ররা পশুপাখি (Birds And Animals) । কেউ সুরেলা গান গেয়ে, মানুষের মতো কথা বলে তাদের সুখ দুঃখ, রাগ, ক্ষোভ কামনা বাসনার কথা জানায়। কখনওবা তাদের আচার আচরণে ফুটে ওঠে লোভ । একটি খামার বাড়ির পশু পাখিদের নিয়েই পরিচালক সন্দীপ ঘোষালের (Director Sandip Ghoshal) প্রতীকী তথ্যচিত্র “ আলোর ফুলকি ”, ( Alor Fulki- A Classic Documentary) যে ছবিতে রয়েছে কবিতা আর কল্পনার অন্তরঙ্গ মেশামেশি। কুশলী পরিচালক সন্দীপ ঘোষাল তাঁর তথ্যচিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কল্পনাকে কানায় কানায় ফুটিয়ে তুলেছেন । ফরাসি লেখক এডমন্ড রোস্টল্যান্ডের উপন্যাসের ইংরেজি অনুবাদের নির্যাস থেকে পরিচালক তৈরি করেছেন তথ্যচিত্রটি। এটি দৃষ্টিহীন পড়ুয়াদের উদ্দেশ্যেই তৈরি করেছেন তিনি। তথ্যচিত্রে বিশেষভাব ক্ষমতা সম্পন্নদের কথা ভেবেই তৈরি হওয়া এই তথ্যচিত্রে ওড়িশার রঘুরাজপুরের পটচিত্রের কথাও তুলে ধরা হয়েছে। তবে মূলত লাইট হাউসের...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন