Toxic Tattoo: ট্যাটুর কালি থেকে হতে পারে মারাত্মক বিপদ!
সাম্প্রতিক একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি নামে ব্রিটেনের একটি জার্নালে। সেই সমীক্ষা থেকে জানা গিয়েছে ট্যাটুতে যে কালি ব্যবহার করা হয়, সেই কালিতে যেসব উপাদান রয়েছে তা শরীর,ত্বকের ক্ষতি করতে পারে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জন সোয়ের্কের নেতৃত্বে সমীক্ষকরা যে সমীক্ষা চালিয়েছেন তাতে আমেরিকার নটি প্রধান ট্যাটুর কালির উপাদানগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে ৫৪টি নমুনার মধ্যে ৪৫টিতে অজানা অ্যাডেসিভের সন্ধান মিলেছে। যা স্বাস্থ্যের পক্ষে রীতিমতো ঝুঁকিপূর্ণ।
সমীক্ষায় একটি অ্যাডেসিভকে চিহ্নিত করা গিয়েছে। ওই অ্যাডেসিভের নাম পলিথিন গ্লাইসল,যা কোষ্ঠকাঠিন্য সামাল দিয়ে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এই খবর জানিয়েছে। কিন্তু ট্যাটুতে এটি থাকা রীতিমতো উদ্বেগজনক। তবে সমীক্ষায় পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে ঠিক কী ধরণের ঝুঁকি রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে আরও পরীক্ষানিরীক্ষার দরকার রয়েছে বলে সমীক্ষক দলটি জানিয়েছে। সমীক্ষায় ট্যাটু করার জন্য নামী ট্যাটু শিল্পীরই সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে, যাঁরা খুব কালি ট্যাটু করার জন্য ব্যবহার করে থাকেন এবং ভালোভাবে পরীক্ষা করার পরই সেই কালি ব্যবহার করেন। কোনও ধরণের সমস্যা দেখা দিলে সেই ট্যাটু শিল্পীর সঙ্গে মন খুলে আলোচনাও করা দরকার। সেইসঙ্গে নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকটিও লক্ষ্য রাখবেন তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন