Toxic Tattoo: ট্যাটুর কালি থেকে হতে পারে মারাত্মক বিপদ!

 দি বেঙ্গলি নিউজরুম: অনেককেই হাতে বা গায়ে ট্যাটু করে থাকেন। ক্রিকেটার থেকে শুরু করে অনেক সেলিব্রেটির হাতে বা শরীরের অনেক জায়গায় ট্যাটু দেখা যায় (Toxic Tattoo)। এমনই এক আর্জেন্টিনার দম্পতিকে দেখা গিয়েছিল সারা গায়ে ট্যাটু করা, যা দেখে চমকে ওঠারই কথা। তবে কোনও কোনও ক্ষেত্রে ট্যাটু করালে তাতে ক্ষতির আশঙ্কা যথেষ্ট।  

   সাম্প্রতিক একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি নামে ব্রিটেনের একটি জার্নালে। সেই সমীক্ষা থেকে জানা গিয়েছে ট্যাটুতে যে কালি ব্যবহার করা হয়, সেই কালিতে যেসব উপাদান রয়েছে তা শরীর,ত্বকের ক্ষতি করতে পারে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জন সোয়ের্কের নেতৃত্বে সমীক্ষকরা যে সমীক্ষা চালিয়েছেন তাতে আমেরিকার নটি প্রধান ট্যাটুর কালির উপাদানগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে ৫৪টি নমুনার মধ্যে ৪৫টিতে অজানা অ্যাডেসিভের সন্ধান মিলেছে। যা স্বাস্থ্যের পক্ষে রীতিমতো ঝুঁকিপূর্ণ। 

সমীক্ষায় একটি অ্যাডেসিভকে চিহ্নিত করা গিয়েছে। ওই অ্যাডেসিভের নাম পলিথিন গ্লাইসল,যা কোষ্ঠকাঠিন্য সামাল দিয়ে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এই খবর জানিয়েছে। কিন্তু ট্যাটুতে এটি থাকা রীতিমতো উদ্বেগজনক। তবে সমীক্ষায় পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে ঠিক কী ধরণের ঝুঁকি রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে আরও পরীক্ষানিরীক্ষার দরকার রয়েছে বলে সমীক্ষক দলটি জানিয়েছে। সমীক্ষায় ট্যাটু করার জন্য নামী ট্যাটু শিল্পীরই সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে, যাঁরা খুব কালি ট্যাটু করার জন্য ব্যবহার করে থাকেন এবং ভালোভাবে পরীক্ষা করার পরই সেই কালি ব্যবহার করেন। কোনও ধরণের সমস্যা দেখা দিলে সেই ট্যাটু শিল্পীর সঙ্গে মন খুলে আলোচনাও করা দরকার। সেইসঙ্গে নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকটিও লক্ষ্য রাখবেন তিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!