Massive Unrest In France: আরবদের মতো মুখ দেখেই গুলি তরুণকে, অগ্নিগর্ভ ফ্রান্সে অভিযুক্ত পুলিশ অফিসারের স্বীকারোক্তি!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ ফ্রান্স (Massive Unrest In France)! পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে জ্বলছে ফ্রান্স। রাতের বেলায় টানা চারদিন ধরে চলছে ভয়ঙ্কর ক্ষোভ-প্রতিবাদে,যা হিংস্র চেহারা নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হালকা অস্ত্রে সজ্জিত গাড়ি নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুলিশ অফিসারকে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করেছে মাকঁড় প্রশাসন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে হিংসা ঠেকাতে এবং গুলির ঘটনার প্রতিবাদে হিংসা, অশান্তি থামাতে ক্র্যাক পুলিশ ইউনিট ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর লোকেরা সারা দেশে ছড়িয়ে পড়েছে (। প্রসঙ্গত,মঙ্গলবার প্যারিসের শহরতলিতে একটি ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যু ঘটে। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ। এই পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁর ইউ ইউনিয়ন সামিট থেকে তড়িঘড়ি ফ্রান্সে ফিরে এসে জরুরি বৈঠক করেন। তিনি জানান এক কিশোরের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে কিছু মহলের অশান্তি সৃষ্টির চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

 মঙ্গলবার সতেরো বছরের নাভেল নামে এক তরুণের মৃত্যু একসঙ্গে ফ্রান্সের পুলিশ নিয়ে এবং কম উপার্জনকারীদের প্রতি জাতিগত বৈষম্য নিয়ে বহুদিনের ক্ষোভকে সামনে নিয়ে এসেছে। ওই সতেরো বছরের তরুণের মৃত্যুর পর অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন তাকে সমাধি দেওয়া হবে বলে প্যারিসের শহরতলিতে বলে নানটেরের মেয়র জানিয়েছেন। সেখানেই নাভেল থাকতো। সেখানেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। প্রেসিডেন্ট মাকঁর হিংসা, অশান্তির পাল্টা কঠিন জবাব ও তা নিয়ে জোরালো সমালোচনার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন বলে সূত্রের খবর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী অশান্তির জেরে ৪৯২টি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ও আগুনে পোড়ানো হয়েছে ২০০০টি গাড়ি ও দেশজুড়ে প্রায় চার হাজারটি জায়গায় আগুন লাগানো হয়েছে। 

শুক্রবার হামলা,অগ্নিসংযোগের আশঙ্কায় বাস, ট্রাম এবং আতসবাজি বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করে প্রশাসন। প্রেসিডেন্ট অভিভাবকদের কাছে অল্পবয়েসি হামলাকারীদের নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়েছেন। হামলাকারীদের এক তৃতীয়াংশ ভীষণভাবে অল্পবয়েসি বলে জানিয়েছেন তিনি। হিংসা দমাতে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সাহায্য নেওয়া হবে জানান মাকঁর। মঙ্গলবার পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে নাভেলকে গুলি করা হয়। অভিযুক্ত পুলিশ অফিসারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানুষ খুনের অভিযোগ আনা হয়েছে। সে জানিয়েছে একটি আরব নাগরিকের মুখ দেখতে পাওয়ার পরেই তাকে গুলি করে সে। আর এই সূত্রেই সামনে এসেছে জাতি বৈষম্যের বিষয়টি। 
   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!