Counter Allegation By BJP: মণিপুর কাণ্ডের মধ্যেই মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন হয়ে হাঁটানো, মারধরের অভিযোগ বিজেপির
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মণিপুরের দুই উপজাতি মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটানোর ঘটনা নিয়ে দেশজুড়ে তীব্র তোলপাড়ের মধ্যেই পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গের মালদার পাকুরাহাট (Two Tribal Women Paraded Naked In Malda) এলাকায় দুই উপজাতি মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো, নির্মমভাবে অত্যাচারের অভিযোগ করল বিজেপি (Counter Allegation By BJP)। ইতিমধ্যেই মণিপুরের মে মাসের চার তারিখের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। সমস্ত বিরোধী দলই মণিপুরের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ইস্তফা দাবি করেছে। এমনকী একুশে জুলাইয়ে ধর্মতলার সভা থেকেও মণিপুর নিয়ে তীব্র আক্রমণ শানান মমতা। তারপরই শনিবার গেরুয়া শিবির পাল্টা হিসেবে অভিযোগ করে পশ্চিমবঙ্গে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছে। তাদের ওপর অকথ্য অত্যাচারও করা হয়। এ ব্যাপারে পুলিশ নীরব দর্শক ছিল বলেও টুইটারে অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
টুইটারে
একটি ঝাপসা,ঘষা ছবির ভিডিও পোস্ট করেছেন তিনি। মালব্য লিখেছেন এতে একটি
ট্র্যাজেডির সব কিছুই রয়েছে। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় ভেঙে যাওয়া
উচিত কিন্তু তার বদলে তিনি শুধু ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ না করে তাঁর
কিছু করা উচিত ছিল। কারণ তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুরের ঘটনায়
সমালোচনা না করে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকার নিন্দা করেন বিজেপির আইটি সেলের
প্রধান। বিজেপি শাসিত জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে দুই উপজাতি মহিলাকে নগ্ন করে
হাঁটানোর ঘটনায় বিরোধীরা যখন তৃণমূল কংগ্রেস-সহ সে রাজ্যের শাসক বিজেপিকে নিশানা
করে চলেছে, তখন তার পাল্টা হিসেবে গেরুয়া শিবিরও তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে
দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে অত্যাচার করার ঘটনা সামনে নিয়ে এল। মমতার
সমালোচনা করে মালব্য টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী ওই বর্বর ঘটনার নিন্দা তো
করেনইনি, এমনকী দুঃখপ্রকাশ পর্যন্ত করেননি। কারণ তাতে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর
ব্যর্থতা সামনে এসে পড়বে। তবে একদিন পর লোকদেখানো চোখের জল ফেলেছেন স্রেফ রাজনৈতিক
ফয়দা লুটতেই। মণিপুরের ঘটনা নিয়ে মমতার আক্রমণের জবাব দিতে ঠিক এভাবেই তৃণমূল
শাসিত পশ্চিমবঙ্গে আদিবাসী দুই মহিলার ওপর অত্যাচারের প্রসঙ্গে টেনে আনেন মালব্য।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন