Patient Attacked Doctor: ডাক্তার দেখাতে এসে প্রবীণ নিউরো সার্জেনের ওপর ছুরি নিয়ে হামলা রোগীর!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চেম্বারে রয়েছেন চিকিৎসক। তাঁকে দেখাতে এসেছে একুশ বছরের একজন। চিকিৎসক যখন রোগীর সঙ্গে কথা বলছেন,ঠিক তখনই আচমকা অঘটন। রোগী চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ ছোট্ট একটা ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ল রোগী (Patient Attacked Doctor)। ঘটনার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না চিকিৎসক। চিকিৎসক অল্প বিস্তর জখম হন। ছুরির আঘাতে অল্পবিস্তর ক্ষত তৈরি হয়। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে দিল্লি স্যার গঙ্গারাম হাসপাতালে। সেখানে প্রবীণ নিউরো সার্জেন সতনাম সিং ছাবরা রোগী দেখছিলেন। মঙ্গলবার সেখানে ওই যুবক তাঁকে সেখানে দেখাতে আসে। সেখানেই ঘটনাটি ঘটে। 

হামলাকারীর নাম রাজকুমার বলে জানিয়েছে পুলিশ । সে বিহারের বাসিন্দা। নিউরো সার্জেনের সঙ্গে কথা বলার সময়ই হঠাৎই সে উত্তেজিত হয়ে ওঠে। তারপরই পকেট থেকে ছোট ছুরি বের করে চিকিৎসকের ওপর হামলা চালায়। তবে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা সময়মতো বাধা দেওয়ায় বড় রকমের দুর্ঘটনা ঘটেনি। অভিযুক্তকে ধরে তারা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে হামলায় নিউরো সার্জেনের তালুতে ছোট একটি ক্ষত তৈরি হয়েছে। নিউরো সার্জেনের অভিযোগ মোতাবেক অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।   

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!