ISKCON Monk: বিবেকানন্দ,রামকৃষ্ণদেবকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সন্ন্যাসীকে এক মাস নিষিদ্ধ ঘোষণা করল ইসকন
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেবকে নিয়ে আপত্তিকর (Comment On Swami Vivekanada And Ramakrisna Controversy)মন্তব্য করায় সন্ন্যাসী অমোঘ লীলা দাসকে (ISKCON Monk)নিষিদ্ধ ঘোষণা করল ইসকন। বিতর্কিত ওই সন্ন্যাসী পাহাড়ে গিয়ে লোকচক্ষুর আড়ালে কৃত কর্মের জন্য প্রায়শ্চিত্ত করে আত্মশুদ্ধি করবেন বলে ইসকনের সূত্রে জানানো হয়েছে। যে ভিডিও ক্লিপে ওই সন্ন্যাসী বিতর্কিত মন্তব্য করেছেন, তা পোস্ট হওয়ার পরই সমালোচনার ঝড় বইতে শুরু করে। কী বলেছেন তিনি? স্বামী বিবেকানন্দ মাছ খেতেন বলে তাঁর সমালোচনা করে সন্ন্যাসী লীলা দাস বলেন একজন নীতিপরায়ণ মানুষ কোনও জীবের ক্ষতি করতে পারেন না। পাশাপাশি ব্যঙ্গাত্মক সুরে রামকৃষ্ণদেবের যত মত, যত পথ সম্পর্কে বলেন প্রতিটি পথ একই গন্তব্যে পৌঁছয় না। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের ক্লিপ ভাইরাল হওয়ার পর তীব্র নিন্দার ঝড় শুরু হয়ে যায়।
ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে
তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান তাঁরা ইসকনকে শ্রদ্ধা করেন। কিন্তু রামকৃষ্ণদেব
ও স্বামী বিবেকানন্দকে নিয়ে এ ধরণের অসম্মানজনক মন্তব্য করা থেকে ওই সন্ন্যাসীকে
বিরত করা উচিত। মহামানবদের নিয়ে এমন হেনস্থা বরদাস্ত করা হবে না। তথাকথিত
সন্ন্যাসীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ইসকনকে। ইসকন অবশ্য জানিয়েছে ওই
সন্ন্যাসী যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে তাদের নীতিশিক্ষা ও মূল্যবোধের
কোনওরকম সম্পর্ক নেই। ইসকন জানিয়েছে কোনওভাবেই অন্য ধর্মকে অশ্রদ্ধা,অসম্মান
জানানোকে তারা সমর্থন করে না। বিতর্কিত মন্তব্যের জন্য অমোঘ লীলা দাসকে প্রায়শ্চিত্ত
হিসেবে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে বিতর্কিত সন্ন্যাসী তাঁর
মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। তাদের সিদ্ধান্তের কথা তাঁকে ইতিমধ্যেই জানিয়ে
দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন