I-n-d-i-a Versus Modi: মোদীর বিরুদ্ধে ই-ন্ডি-য়া, রাহুলের দেওয়া বিরোধী-জোটের নাম সামনে এনে বিজেপিকে তোপ মমতার
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কংগ্রেস বনাম আপের সঙ্ঘাত অতীত। তার জায়গায় মোদী বনাম ই-ন্ডি-য়া (I-n-d-i-a Versus Modi)। ২০২৪য়ের লোকসভা ভোটে এভাবেই শাসক বিজেপির বিরুদ্ধে যুদ্ধের শঙ্খধ্বনি শোনাল ছাব্বিশটি বিরোধী দলের জোট (Opposition Meet)। মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের গুরুত্বপূর্ণ বৈঠকে জোটের নাম ঘোষণা করলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নাম দেওয়া হল ই-ন্ডি-য়া। যার অর্থ দি ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। রাহুল এদিন বলেন, তাঁরা ভারতের সংবিধানকে রক্ষা করছেন। রক্ষা করছেন ভারতীয় ও ভারতের চিন্তাভাবনা ধ্যানধারণাকে। লড়াই হবে এনডিএ বনাম ই-ন্ডি-য়ার। নরেন্দ্র মোদীর আদর্শ ও ই-ন্ডি-য়ার মধ্যে লড়াই হবে। ভারত বরাবরই জয়ী হয়েছে। ভারতের দুটি ভিন্ন মত,ধ্যানধারণার লড়াই হবে। দেশের কণ্ঠরোধ করা হয়েছে। ভারতের কণ্ঠকে ফিরিয়ে আনার জন্য লড়াই হবে চব্বিশের ভোটে।
বেঙ্গালুরুতে যখন ছাব্বিশটি বিরোধী দল লোকসভা ভোটের মহড়া দিচ্ছে, তখন রাজধানী দিল্লিতে এনডিএ পাল্টা আড়মোড়া ভাঙতে শুরু করেছে আটত্রিশটি দলকে নিয়ে। বিরোধী জোটকে কটাক্ষ করে বিজেপির মুখপাত্র অমিত মালব্য টুইট করে বিরোধী জোটের সঙ্গে নিষিদ্ধ সংগঠন সিমির তুলনা টেনে লিখেছেন ইউপিএর পরিবর্তনের ব্যাপারটা নতুন করে শুধু জোট করার চেষ্টা। ২০২৪ সালে দেশ প্রধানমন্ত্রী হিসেবে নেতা নরেন্দ্র মোদীকে নির্বাচিত করবেন। দেশের ভবিষ্যৎ-ও স্বার্থপর,দুর্নীতিগ্রস্ত ও পরিবার তান্ত্রিক দলগুলির সঙ্গে ঝুঁকি নিতে চলেছে। দেখেশুনে মনে হচ্ছে তারা দেশের মানুষের সেবা করার জন্য নয়,তাদের হারানো জমি ফিরে পেতে ময়দানে নেমেছে। এদিকে দুদিনের বিশাল বৈঠকের পর বিরোধী জোটের নাম ঠিক করা হয়। নাম ঠিক করেন রাহুল গান্ধী। বামেরা জোটের নাম অ্যালায়েন্সের বদলে ফ্রন্ট রাখার পক্ষে সওয়াল করেছিল। বিরোধী দলগুলির কেউ কেউ এনডিএ নাম নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। উদ্ধব ঠাকরে শিবসেনা গোষ্ঠীর উদ্ধব ঠাকরে জোটের নামে বিরোধী নামের পক্ষপাতী ছিলেন না।
বিরোধী দলের নাম সমস্যা নিয়ে
মুশকিল আসান করে রাহুল গান্ধী। তিনিই ই-ন্ডি-য়া নাম রাখেন। এনসিপির জিতেন্দ্র
আহয়াদ টুইট করে জানান তাঁর সৃজনশীলতা ভীষণভাবে প্রশংসাযোগ্য। এদিকে জোটের নাম
ঠিক হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন উচ্ছ্বসিত হয়ে টুইটে লেখেন চক
দে ইন্ডিয়া। অন্যদিকে তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন ছুড়ে দেন এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? বিজেপি
কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? এদিন রাহুলকে সবার প্রিয় বলে উল্লেখ করে পুরনো দ্বন্দ্ব সরিয়ে সমঝোতার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতার কট্টর বিরোধী
মমতা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন