Young Urinated On Ailing Man: মধ্যপ্রদেশের পর এবার আগ্রায় রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তির গায়ে প্রস্রাব, মাথায় লাথি যুবকের!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফের মধ্যপ্রদেশের ছায়া আগ্রায় ( Agra)। তবে এবারের ভিডিওয় দেখা গেল মাটিতে পড়ে থাকা অসুস্থ একজনের গায়ে মূত্রত্যাগ করছে এক যুবক (Young Urinated On Ailing Man)। তবে বিজেপি নেতা প্রবেশ শুক্লার মতো আদিবাসীর গায়ে প্রস্রাব করছে কিনা, তা পরিষ্কার নয়। ওই অসুস্থ ব্যক্তির গায়ে প্রস্রাব করার সময় অভিযুক্ত এবং তার বন্ধুরা আহত ব্যক্তিকে অশালীন ভাষায় গালি দেয়। সোমবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে এক ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে আছে। তার গায়ে প্রস্রাব ত্যাগ করছে এক যুবক। তিরিশ সেকেন্ডের ভিডিওয় দেখা যায় প্রস্রাব ত্যাগের পাশাপাশি তার মাথায় লাথি মারছে অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে ভিডিওটি তিন চার মাসের পুরনো। পুলিশ কর্তা জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চালানো হয়েছে।
ভিডিওটি পোস্ট করা টুইটারে ইউজার লিখেছেন ভিডিওটি
ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা
হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্তে জানা গিয়েছে ঘটনার পর আগ্রা এলাকার কোনও থানায় এ
নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পরে দেখা যায় ভিডিওটি তিন চার মাসের পুরনো।
অভিযুক্তের নাম আদিত্য। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা-সহ অন্যান্য ধারায়
মামলা রুজু করা হয়েছে। ভিডিওয় যাদের দেখা গিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এর আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এক আদিবাসীর গায়ে প্রস্রাব করার ঘটনায় এক বিজেপি
বিধায়কের ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার পর প্রায়শ্চিত্ত হিসেবে ওই আদিবাসীর
পা ধুইয়ে দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন