ISKCON Monk Again In Controversy: ফের বিতর্কিত মন্তব্য ইসকনের সেই সন্ন্যাসীর, এবার মহিলাদের শরীর চর্চা নিয়ে খোঁচা

                                            ছবি সৌজন্য- ফ্রি প্রেস জার্নাল 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণদেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। তেরাত্তির কাটতে না কাটতেই মহিলা ও তাঁদের শরীরের গঠন নিয়ে ফের আপত্তিকর মন্তব্য করে ঝড় তুলে দিলেন ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা দাস (ISKCON Monk Again In Controversy) ভাইরাল হওয়া সাম্প্রতিকতম ভিডিও ইসকনের সন্ন্যাসীর অভিযোগ করেছেন একজন মহিলার (Attacked Woman) জিম ওয়ার্ক আউট এড়িয়ে যাওয়া অবশ্যই দরকার। তাঁদের পক্ষে ঘরোয়া পোশাক পরাই বাঞ্ছনীয়। এর আগের ভিডিও নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় ইসকন অমোঘ লীলা দাসকে একমাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে নেটিজেনরা মহিলাদের শরীর নিয়ে ব্যঙ্গ করা নিয়ে তাঁর সাম্প্রতিকতম ভিডিও নিয়ে তোলপাড় শুরু করেছেন। মহিলাদের জিমে যাওয়া নিয়ে তাঁর মন্তব্য, ঘরই সব চেয়ে বড় জিম। ঘরের কাজ করলে ভুড়ি হবে না। তাঁদের আর জিমে যাওয়ার দরকার পড়বে না। ভিডিওটি বেশ অনেকক্ষণের।


 তা থেকে সামান্য কিছু অংশ দেখা গিয়েছে। আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওর শেষ দিকে ইসকনের বিতর্কিত সন্ন্যাসী বাংলায় বলেছেন মেয়েরা খুব সুন্দর এবং দারুণ। তবে ঠিক কোনও বিষয় নিয়ে তিনি বলেছেন, সেটা জানা যায়নি। তবে যতটুকুই দেখা ও শোনা গিয়েছে তাতেই সন্ন্যাসীর মন্তব্য নিয়ে সমালোচনায় খড়গহস্ত হয়ে উঠেছেন নেটিজেনরা। এক ইউজার লিখেছেন, তাঁর কথার কথা মানে নেই। পুরোটাই মহিলাদের প্রতি অসম্মান ছাড়া কিছু নয়। অনেকে আবার ভিডিওর নির্বাচিত অংশ নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ ভিডিওটির পুরো অংশ দেখা নিয়ে মন্তব্য করেছেন। পুরো অংশে মহিলাদের অসম্মানের আরও অনেক কিছু ছিল বলে লিখেছেন ইউজাররা।   

Inside India's Battle Against Terrorism: Ajit Doval, NSA

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!