Worst Food Served on Vande Bharat: পাথরের মতো শক্ত পনিরের তরকারি, নুনে ভরা বাসি ডাল, বন্দে ভারতের খাবার নিয়ে ক্ষোভে ফুঁসছেন যাত্রীর!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: উদ্বোধনের দিন একরকম, এমনি সাধারণ যাত্রায় আরেকরকম খাবার, যে খাবার মুখে তোলার যোগ্য নয় (Worst Food Served on Vande Bharat) । বন্দে ভারত এক্সপ্রেসে পরিবেশন করা খাবার নিয়ে টুইটারে এমনভাবেই উষ্মা প্রকাশ করলেন এক যাত্রী। তিনি লিখেছেন,যে খাবার যাত্রীদের উদ্বোধনের দিন দেওয়া হয়েছিল,সেই খাবার ছিল রীতিমতো সুস্বাদু। কিন্তু তারপর যখন বন্দে ভারত এক্সপ্রেসে তিনি যাতায়াত করেন,তখন উদ্বোধনের দিন যে খাবার দেওয়া হয়েছিল,সেই খাবারের সঙ্গে কোনও মিল ছিল না। হিমাংশু মুখোপাধ্যায় নামে ওই যাত্রী বন্দে ভারতের যাত্রী হয়ে মাদগাঁও থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্নিমাসে যান। তিনি উদ্বোধনের দিন পরিবেশন করা খাবারের ছবিও টুইটারে পরিবেশন করেন। তিনি লিখেছেন উদ্বোধনের দিন আহুজা ক্যাটারারের পোস্ট করা খাবার বিনামূল্যে দেওয়া হয়েছিল। আর এখন আড়াইশো টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে।


 সেই খাবারে যে পনিরের তরকারি দেওয়া হয়েছিল,তা পাথরের মতো শক্ত। আর সব খাবারই ঠান্ডা। দেওয়া হয় বাসি নুনে ভরা ডাল। টুইটার ইউজার লিখেছেন তিনি বন্দে ভারতের নিত্য যাত্রী এবং ইদানীং খাবারে দই দেওয়া হচ্ছে না। এমনকী স্যানিটাইজারও পাওয়া যাচ্ছে না। তবে খাবারের মান নিয়েই সব থেকে বেশি ক্ষোভ টুইটার ইউজারের। রীতিমতো খোঁচা দিয়ে লিখেছেন, প্লিজ তাঁকে কেউ যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেন তাহল আপনার নেমতন্ন করা অতিথিদের যদি সুস্বাদু খাবার খেতে দেওয়ার পর কেন অন্যদিন একই মানের খাবার দেওয়া হবে না? রেলের এমন দ্বিচারিতা রেল সম্পর্কে খারাপ ধারণা তৈরি করেছে বলে টুইটারে তাঁর লেখা শেষ করেছেন। জুলাইয়ের এক তারিখে পোস্ট করা টুইটারে ভিউ হয়েছে এক লক্ষ সাতাশ হাজারের বেশি। একজন বাড়িতে তৈরি খাবারের ছবি পোস্ট করে লিখেছেন তিনি যখনই ট্রেনে যাতায়াত করেন,তিনি বাড়িতে তৈরি খাবার সঙ্গে নিয়ে যান।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!