Student Committed Suicide For Wearing Bindi: স্কুলে কপালে বিন্দি পরে আসায় মারধর, অপমানে আত্মঘাতী ছাত্রী!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: স্কুলে কপালে বিন্দি পরে এসেছিল ছাত্রীটি। সেজন্য তাকে মারধর করেছিলেন শিক্ষিকা(Student Committed Suicide For Wearing Bindi)। অপমানে বাড়ি ফিরে চরম পথ বেছে নেয় ছাত্রীটি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad)। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো টুইট করে জানান ছাত্রীটি স্কুলে কপালে বিন্দি পরে আসায় তাকে মারধর করেন শিক্ষিকা। অপমান সহ্য করতে না পারায় সে আত্মঘাতী হয়। চেয়ারপার্সন জানান ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে কমিশন। একটি দল ধানবাদে ঘটনাটির তদন্ত করতে যাচ্ছে। সোমবার ধানবাদের তেতুলমারি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্কুলে আত্মঘাতী ছাত্রীর অভিভাবক-অভিভাবিকারা প্রতিবাদ জানান।
প্রতিবাদের জেরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধানবাদে কমিশনের
চেয়ারপার্সন উত্তম মুখোপাধ্যায় জানান ঘটনাটি প্রকাশ্যে আসায় অভিযুক্ত শিক্ষিকাকে
গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি গুরুতর বলে বর্ণনা করেছেন চেয়াপার্সন। স্কুলটি সিবিএসই-র
নথিভুক্ত নয়। বিষয়টি জেলা শিক্ষা আধিকারিককে জানানো হয়েছে। তিনি মৃত ছাত্রীর
পরিবারের সঙ্গে দেখা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাজস্থানের
কোটায় জয়েন্ট এনট্রান্স পরীক্ষার প্রস্তুতি চলাকালীন আত্মঘাতী হয় এক ছাত্র।
কোটার সার্কেল ইনস্পেক্টর জানান তাঁরা কোটার মহাবীর নগরে একটি ছাত্রের আত্মঘাতী
হওয়ার খবর পেয়েছেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন