Panchayet Election: ন”জন খুন, পঞ্চায়েত ভোটে হিংসা,সন্ত্রাসে অগ্নিগর্ভ বাংলা, প্রাণ গেল শাসকদলের কর্মী-সমর্থকদেরও!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: শুরু হয়েছিল মনোনয়ন জমার দিন থেকে। আজ পঞ্চায়েত ভোটে (Panchayet Election) হিংসা,রক্তে ভেসে গেল রাজ্যের বিভিন্ন এলাকা। ভোটের দিনই প্রাণ গেল ন জনের (Nine Killed) । মৃতের তালিকায় তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম,কংগ্রেস, বিজেপির কর্মী-সমর্থকরা রয়েছেন। ভোট দিতে এসে খুন হয়েছেন, আবার কোথাও কোথাও বুথ দখল, ছাপ্পা ভোট, ব্যালট বক্স লুট, পুকুরে ফেলা দেওয়া, বুথকর্মীদের মারধর করা, আগুন জ্বালিয়ে বাইক পোড়ানোর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গ্রাম বাংলা। সবমিলিয়ে হিংসা,রক্তাক্ত ঘটনায় আতঙ্ক জাগালো তেইশের পঞ্চায়েত ভোট। কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে।
এদিন যখন চারদিক
থেকে রক্তাক্ত হিংসার ঘটনা ঘটছিল,তখন তিন ঘণ্টা পর রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব
সিনহা কমিশন অফিসে আসেন। সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। এদিন
হিংসার ঘটনায় সবদলই পরস্পর দুষেছে। কোনও কোনও ক্ষেত্রে শাসকদলের বিরুদ্ধে এককাট্টা
হয় সিপিএম,কংগ্রেস,বিজেপি,আইএসএফ। যদিও তৃণমূল কংগ্রেস হিংসার ঘটনাকে বিক্ষিপ্ত
ঘটনা বলে বর্ণনা করেছে। অন্যদিকে পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় নির্বাচন কমিশনারের
অফিসে গিয়ে তালা লাগিয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
পরিস্থিতি শেষপর্যন্ত কোন দিকে গড়ায়, সেজন্য ভোটপর্ব শেষ না পর্যন্ত অপেক্ষা
করতে হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন