TajMahal Water logged: ফুঁসছে যমুনা, ছুঁয়ে ফেলল তাজমহলের দেওয়াল!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বানভাসি রাজধানী। দিন কয়েক বৃষ্টি না হলেও জলে ভেসেছে দিল্লি। ফুঁসছে যমুনা নদী। এবার যমুনার জল এসে ছুঁয়ে ফেলল আগ্রার তাজমহলের দেওয়াল (TajMahal Water logged)বন্যায় বেহাল দিল্লি,আগ্রার ছবি সোশ্যাল মিডিয়া দখল করার পাশাপাশি বন্যার জলে ঘিরে থাকা ঐতিহাসিক জায়গার ছবি নিয়ে চলেছে দিনভর চর্চা। এ মাসের শুরুতেই যমুনা নদীতে জলস্ফীতির কারণে রাজধানীর সমস্ত পথঘাট ডুবে যায়। দুশো মিটারের সীমা ছাপিয়ে যায়। ভেঙে দেয় সর্বকালীন রেকর্ডও।


 গত বৃহস্পতিবার যমুনা নদীর জলস্তর ২০৮.৪৮ হওয়ার ফলে রাজধানী জলে ডুবে যায়। আগ্রায় যমুনা নদীর জলস্তর ৪৯৫ ফুট বিপদসীমা অতিক্রম করে এবং জলে ভেসে যায় তাজমহল মুখী যমুনা কিনারা রোড। জলমগ্ন হয়ে পড়ে তাজমহল। এর আগে ১৯৭৮ সালে যমুনা নদীর জলস্তর ৫০৮ ফুট অতিক্রম করেছিল। গোটা এলাকায় বন্যায় জলস্তর অস্বাভাবিক বেড়ে যায়। মনুমেন্টের বেসমেন্টের বাইশটি ভেসে গিয়েছিল। এবারের ভয়ঙ্কর বৃষ্টি ও বন্যা পুরনো দিনের কথা মনে পড়িয়ে দিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!