Wife Left Home For Tomato: স্ত্রীকে না জানিয়ে রান্নায় টমেটো,স্বামীর সঙ্গে হাতাহাতির পর মেয়েকে নিয়ে নিখোঁজ স্ত্রী
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: আকাশছোঁয়া টমেটোর দাম। বাজারে ত্রাহি ত্রাহি ডাক শুরু হয় ক্রেতাদের। টমেটোর পাশাপাশি লঙ্কা, আদা থেকে সব জিনিসেই আগুন দর। গৃহস্থের হেঁসেলে উধাও টমেটো। কারণ দাম শুনলে সবাইকেই পিছু হটতে হচ্ছে। বাজেটে কাটছাঁট করেও সামাল দেওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশে টমেটো লুট আটকাতে বাউন্সারও নিয়োগ করেছে এক বিক্রেতা। কোথাও লুটও হয়েছে টমেটো। আর এই টমেটো নিয়ে ঝামেলার জেরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদলে এমন এক ঘটনা ঘটল,যাতে স্ত্রীকে জিজ্ঞেস না করে টমেটো দিয়ে রান্না করায় স্বামীর ঘর ছাড়লেন স্ত্রী (Wife Left Home For Tomato)।কারণ টমেটোর আগুন দর নিয়ে সারা দেশে যখন হাহাকার শুরু হয়েছে,তখন কেন স্ত্রীকে জিজ্ঞেস না করে দুটো টমেটো রান্নায় ব্যবহার করেছেন স্বামী, এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ধুন্ধুমার, গোলমাল বাধে। দুজনের মধ্যে হাতাহাতিও হয়।
সঞ্জীব
বর্মণ নামে ওই ব্যক্তি জানান তাঁর স্ত্রীর সঙ্গে কথা না বলে কেন রান্নায় টমেটো
ব্যবহার করা হয়েছে, সেজন্য তাঁর স্ত্রী খুব রেগে যান। দুপক্ষের মধ্যে তুমুল
গণ্ডগোলের পর স্ত্রী মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে যান। যদিও সঞ্জীববাবু তাদের
তন্নতন্ন করে খুঁজলেও কোনও খোঁজ পাননি। শেষপর্যন্ত থানার দ্বারস্থ হন। এক প্রবীণ
পুলিশ অফিসার জানান সঞ্জীববাবু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সঞ্জীব তাঁদের
জানায় তরকারিতে স্ত্রীকে জিজ্ঞেস না করে তিনি দুটি টমেটো কেটে ব্যবহার করেন। তারপরই
স্ত্রীর সঙ্গে তুমুল ঝামেলা শুরু হয়। তারপর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান
স্ত্রী। তিনদিন ধরে তাঁর ও মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ জানিয়েছে
তারা তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে। স্ত্রী শীগ্গির ফিরে আসবেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন