Supreme Court Will Not Interfere: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) মামলায় জোর ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court Will Not Interfere) জানিয়ে দিল তারা সাংসদের বিরুদ্ধে সিবিআই,ইডির তদন্তে নাক গলাবে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমা অভিষেককে আইন মোতাবেক প্রতিকার গ্রহণে অনুমতি দিলেও কলকাতা হাইকোর্টের মে মাসের আঠেরো তারিখে নির্দেশে হস্তক্ষেপ করার ব্যাপারে অসম্মতি জানিয়েছে। এদিন বেঞ্চ জানিয়েছে তারা কোনওভাবেই কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না। কারণ তাতে তদন্তের প্রক্রিয়া ব্যাহত হবে। তবে আবেদনকারী আইনের আওতায় যেসব প্রতিকার রয়েছে, তা গ্রহণ করতে পারেন।
গত মে মাসের ছাব্বিশ
তারিখে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের অভিযেকের বিরুদ্ধে জারি করা পঁচিশ লক্ষ টাকা
জরিমানার নির্দেশে স্থগিতাদেশ দেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই,ইডির জেরা করা নিয়ে হাইকোর্টের আগের
নির্দেশ খারিজও করে শীর্ষ আদালত। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জেরা
করা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এর আগে সিবিআই,ইডি
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল সাংসদকে জেরা করতে পারে সেই সংক্রান্ত আগের
নির্দেশ বাতিলের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। মে মাসের কুড়ি তারিখে
সিবিআই ন ঘণ্টারও বেশি জেরা করে তৃণমূল সাংসদকে। সেসময় অভিষেক তদন্ত এজেন্সি তাঁকে
জেরা করার সময় যাতে কোনও জোরাজুরি করতে না পারে, সেজন্য সুপ্রিম কোর্টের
হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন